আজ ২০শে জুন ২০২৩ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া ৩৫৩ টি প্রতিষ্ঠানের মধ্যে ১১৫ টি শেয়ারের দাম কমেছে।
আজ শীর্ষ ২০ দাম পতনের তালিকার ১৯ টি শেয়ারই ছিল ইন্সুরেন্স খাতের শেয়ার। আশ্চর্যজনক হলেও বাস্তব, গতকাল শীর্ষ ২০ দাম বৃদ্ধির তালিকার ১৯ টি শেয়ারই ছিল ইন্সুরেন্স খাতের শেয়ার।

এক কথায় গতকাল গতকাল ইন্সুরেন্স খাতের শেয়ারের কাঁধে চড়ে সূচক যেভাবে বেড়ে ছিল আজ ইন্সুরেন্স খাতের শেয়ারের দাম পতনের চাপে পরে আজ সূচকের পতন হয়েছে।
আজকের দাম পতনে দিশেহারা হয়ে পরা কয়েকজন বিনিয়োগকারীকে আফসোস করে বলতে শোনা গেল, এভাবে যদি বাজার চলে তাহলে শেয়ার বাজারে ব্যবসা করলে মনে হয় ব্লাড প্রেশারটা বেড়ে যাবে। এ কথা শুনে, রিপোর্টার সাথে থাকা ঢাকা শেয়ার বাজার ডট কমের সম্পাদক উক্ত বিনিয়োগকারীদেরকে ডে ট্রেডিং না করে, ভালো মৌলভিত্তি শেয়ারে বিনিয়োগ করতে উৎসাহ দিয়েছেন। তাদেরকে দেখে শুনে বাজারে বিনিয়োগ করতে উৎসাহিত করার চেষ্টা করেন।