শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের সাউথ ইস্ট ব্যাংক লিমিটেডের (SOTUTHEASTB) চলতি অর্থবছরের ২য় প্রান্তিকের (এপ্রিল ২৪ – জুন ২৪) ও (জানুয়ারি২৪ – জুন২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
৩০ ই জুলাই ২০২৪ অনুষ্ঠিত ব্যাংকটির পরিচালনা পর্ষদের বৈঠকে এই প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।
২য় প্রান্তিকে ৩ মাসে (এপ্রিল ২৪ –জুন ২৪) ব্যাংকটির শেয়ার প্রতি আয় (Consolidate Eps) হয়েছে ০.২৩ টাকা। গত অর্থবছরের একই সময়ে ৩ মাসে শেয়ার প্রতি আয় (Restated Eps) ছিল ০.৩০ টাকা।
অপরদিকে গত ৬ মাসে (জানুয়ারি ২৪ – জুন ২৪) ২ প্রান্তিক মিলে ব্যাংকটির শেয়ার প্রতিআয় (Consolidate Eps )হয়েছে ০.৯৫ টাকা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (Restated Eps) হয়েছিল ১.৪৪ টাকা।
গত ৩০ শে জুন ২০২৪ তারিখে ব্যাংকটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (NAVPS) হয়েছে ২৫.৭৩ টাকা।