পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের সাউথ ইস্ট ব্যাংক লিমিটেড (SOUTHEASTB) চলতি অর্থবছরের ৩য় প্রান্তিকের (জুলাই ২০২৩ – সেপ্টেম্বর ২০২৩) ও (জানুয়ারি ২০২৩ – সেপ্টেম্বর ২০২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
১৯শেঅক্টোবর ২০২৩, অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে এই প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়েছে। ৩য় প্রান্তিকে কোম্পানিটি গত ৩মাসে (জুলাই ২০২৩ – সেপ্টেম্বর ২০২৩) শেয়ার প্রতি আয় (CONSOLIDATE EPS) হয়েছে ০.৯০ টাকা। গত অর্থবছরের একই সময়ে ৩ মাসে শেয়ার প্রতি আয় (CONSOLIDATE EPS ) ছিল ০.৩০ টাকা।
চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি মুনাফা আগের বছরের চেয়ে ২০০ শতাংশ বেড়েছে ।
অপরদিকে চলতি হিসাববছরের প্রথম তিন প্রান্তিক মিলিয়ে তথা ৯ মাসে (জানুয়ারি ২০২৩ – সেপ্টেম্বর ২০২৩) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (CONSOLIDATE EPS) হয়েছে ২.৩৪টাকা। গত অর্থবছরেরএকই সময়ে শেয়ার প্রতি আয় (EPS) ছিল ২.৬৭ টাকা। গত ৯ মাসে কোম্পানিটির আগের বছরের চেয়ে মুনাফা কমেছে।

গত ৩০শে সেপ্টেম্বর ২০২৩, কোম্পানিটির শেয়ার প্রতি নেট অপারেটিং নগদ প্রবাহ (NOCFPS) হয়েছে ২১.০৩ টাকা যা আগের বছরে ছিল ০.৫১ টাকা এবং শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (NAVPS) হয়েছে ২৫.৭০ টাকা। যা আগের বছরে ছিল ২৬.২৬ টাকা।