কয়েক দিনের ভারী বর্ষণে সড়ক তলিয়ে যাওয়ায় বন্ধ হয়ে যায় সড়ক পথ। রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের রুইলুই পর্যটনকেন্দ্রে আটকে পড়া আড়াই শতাধিক পর্যটক তিন দিন পর ফিরতে শুরু করেছেন।
আজ বৃহস্পতিবার (১০ই আগস্ট) সকালে সাজেক রুইলুই ভ্যালি থেকে খাগড়াছড়ির উদ্দেশে তাঁদের গাড়িবহর রওনা দিয়েছে।
গত সোমবার সকালে সাজেক ভ্যালিতে বেড়াতে এসেছিলেন এসব পর্যটক। এরপর ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা ঢলে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার কবাখালী সড়ক ডুবে যায়। এতে খাগড়াছড়ি-সাজেক সড়কে যান চলাচল বন্ধ হয়ে পর্যটকেরা সেখানে আটকা পড়ে ছিলেন।
রুইলুই পর্যটনকেন্দ্রের রিসোর্ট-কটেজ মালিক সমিতির সভাপতি সুপর্ণ দেববর্মণ জানান, আজ সকাল ৯টা ৫ মিনিটে আটকা পড়া পর্যটকদের গাড়ির বহর সাজেক ভ্যালি থেকে খাগড়াছড়ির উদ্দেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাহারায় রওনা হয়েছে। প্রাকৃতিক দুর্যোগের কথা বিবেচনা করে গত দুই দিনের সব পর্যটকের থাকার কক্ষের ভাড়া নেওয়া হয়নি।
রিসোর্ট-কটেজ মালিক সমিতি ও স্থানীয় সূত্রে জানা যায়, রুইলুই ভ্যালিতে আটকা পড়া অন্তত ২৫ থেকে ৩০টি পর্যটকবাহী গাড়ি খাগড়াছড়ি শহরের উদ্দেশে রওনা হয়েছে। গত সোমবার ঢাকা, চট্টগ্রামসহ বিভিন্ন এলাকা থেকে আড়াই শতাধিক পর্যটক সাজেকের রুইলুই ভ্যালিতে বেড়াতে এসেছিলেন।
টানা বৃষ্টির কারণে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার কবাখালী সড়ক তলিয়ে যায়। এতে দীঘিনালা-সাজেক-বাঘাইছড়ি উপজেলার সঙ্গে যান চলাচল বন্ধ হয়ে যায়।
গত মঙ্গলবার দুপুরে বাঘাইছড়ি উপজেলার বাঘাইহাট-সাজেক সড়কের বাঘাইহাট বাজার ও মাচালং বাজার এলাকার দুটি স্থান পাহাড়ি ঢলে তলিয়ে যায়। এতে বাঘাইহাট-সাজেক সড়কের পর্যটকবাহী যানবাহনসহ সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়।
সাজেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অতুলাল চাকমা বলেন, বৃষ্টি কমায় পাহাড়ি ঢলও কমতে শুরু করেছে। এতে গত রাতে বাঘাইহাট-সাজেক সড়কের বাঘাইহাট বাজার ও মাচালং বাজার এলাকার পানি সরে গেছে। আজ সকাল থেকেই সড়কে সব ধরনের যান চলাচল শুরু হয়েছে।
Author
-
'ঢাকা শেয়ার বাজার ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'ঢাকা শেয়ার বাজার ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।