শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের সিটি ব্যাংক পিএলসি’র (CITYBANK) আমানত চলতি ২০২৪ হিসাব বছরের তিন প্রান্তিকে (জানুয়ারি–সেপ্টেম্বর) ১০ হাজার ১০০কোটি টাকা বেড়েছে।
এছাড়া আলোচ্য সময়ে ব্যাংকটির সমন্বিত পরিচালন মুনাফা ওকর–পরবর্তী মুনাফা বেড়েছে।
গতকাল ব্যাংকটির কর্মকর্তারা তৃতীয় প্রান্তিকের (জুলাই–সেপ্টেম্বর) আর্থিক প্রতিবেদনেরনানা তথ্য বিনিয়োগকারীদের সামনে তুলে ধরেন।
ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাসরুর আরেফিন জানান, তিন প্রান্তিকে আমানত ১০ হাজার কোটি টাকার বেশি বাড়লেও আমানতের ব্যয় ৪.৫ শতাংশে ধরে রাখা সম্ভব হয়েছে। এছাড়া সুদ আয়ের উল্লেখযোগ্য প্রবৃদ্ধি, সরকারি বিল–বন্ডে বিনিয়োগ থেকে আয় ইত্যাদি বিষয়কে তিনি কারণ হিসেবে উল্লেখ করেন।
এ নয় মাসে ব্যাংকের আয় ৪০ শতাংশ বাড়লেও ব্যয় বেড়েছে ৮.৮ শতাংশ। ফলে আয়–ব্যয়ের অনুপাতগত বছরের ৫৫ থেকে ৪২ শতাংশে নেমে এসেছে।
তথ্য অনুসারে, চলতি বছরের তিন প্রান্তিকে ব্যাংকটির সমন্বিত পরিচালন মুনাফা দাঁড়িয়েছে ১ হাজার ৬৫৩ কোটি টাকা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৯৩২ কোটি টাকা। আলোচ্য সময়ে ব্যাংকটির কর–পরবর্তী মুনাফা হয়েছে ৪৫১ কোটি টাকা, আগের হিসাব বছরে যা ছিল ৩৭৯ কোটি টাকা।
চলতি ২০২৪ হিসাব বছরের তিন প্রান্তিকে ব্যাংকটির শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৩.৩৫ টাকা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ২.৮১ টাকা। গত ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৯.৯১ টাকা।
সমাপ্ত ২০২৩ হিসাব বছরে ১৫ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছে ব্যাংকটি। আলোচ্য ২০২৩ হিসাব বছরে ব্যাংকটির নিট মুনাফা হয়েছিল ৬৩৮ কোটি টাকা।
সিটি ব্যাংক পিএলসি ১৯৮৬ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়।ব্যাংকটির অনুমোদিতমূলধন ২ হাজার কোটি ও পরিশোধিত মূলধন ১ হাজার ৩৪৭ কোটি ৮ লাখ টাকা। রিজার্ভেরয়েছে ২ হাজার ৪৬০ কোটি ২৫ লাখ টাকা। এর মধ্যে উদ্যোক্তা পরিচালকের কাছে ৩০.৫৯শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর কাছে ২৩.৫৫, বিদেশী বিনিয়োগকারীর কাছে ৫.৫৪ ওসাধারণ বিনিয়োগকারীর কাছে ৪০.৩২ শতাংশ শেয়ার রয়েছে।
Author
-
'ঢাকা শেয়ার বাজার ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'ঢাকা শেয়ার বাজার ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।