দেশের শেয়ার বাজারে তালিকাভুক্ত জ্বালানি খাতের কোম্পানি এসোসিয়েট অক্সিজেন লিমিটেড (AOL) কে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।
আগামীকাল মঙ্গলবার (২১ জানুয়ারি) থেকে কোম্পানিটির শেয়ার ‘জেড’ ক্যাটাগরিতে লেনদেন শুরু হবে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে কোম্পানিটি সঠিক সময়ে এজিএম না করাতে , ‘এ ’ ক্যাটাগারি থেকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়েছে ।
উল্লেখ্য এর আগে গত বছরের ২০ মে দুর্বল কোম্পানির বিষয়ে পৃথক দুই নির্দেশনা জারি করে বিএসইসি। বিএসইসির সেই আদেশ অনুযায়ী এসোসিয়েট অক্সিজেন লিমিটেড (AOL) কে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়েছে।
কোম্পানিটির ক্যাটাগরি পরিবর্তনের কারণে আজ থেকে ঋণ সুবিধা দিতে ব্রোকার হাউজ এবং মার্চেন্ট ব্যাংককে নিষেধ করেছে ঢাকা স্টক এক্সচঞ্জ (ডিএসই)।