আজ বৃহস্পতিবার (২৬ জুন) সপ্তাহের পঞ্চম কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের ইতিবাচক প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। আজ লেনদনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে বেশি ভাগ কোম্পানির শেয়ারদর বেড়েছে।
একই সঙ্গে আগের কার্যদিবসের তুলনায় টাকার অংকে বেড়েছে লেনদেনের পরিমাণ।
আজ ডিএসইতে টাকার অংকে গতদিনের চেয়ে লেনদেন বেড়েছে ৬৫.৪৭ কোটি টাকার।
আজ ডিএসইতে মোট ৪৭৮.৬৮ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। গত কর্ম দিবসে ডিএসইতে ৪১৩.২১ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছিল। আজ গত কর্ম দিবসের চেয়ে লেনদেন ৬৫.৪৭ কোটি টাকা বেড়েছে।
আজকের বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৬৫.১৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪৮৩২.৮৩ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১৩.০৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১০৫৯.১০ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৩০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮২০.১০ পয়েন্টে।
আজ ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৩৯৮ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের। এর মধ্যে দাম বেড়েছে ২৯৮ টির, দাম কমেছে ৪৬ টির এবং দাম অপরিবর্তিত রয়েছে ৫৪ টি কোম্পানির।
আজ ডিএসইতে দাম বৃদ্ধির শীর্ষ ২০ তালিকার ৭ টি খাতের শেয়ার ছিল। আজ দাম বাড়ার শীর্ষ তালিকায় টেক্সটাইল খাতের আধিপত্য ছিল।
যুদ্ধ বিরতি ঘোষণার পর এশিয়ার শেয়ারবাজারে ইতিবাচক ধারা ফিরতে শুরু করেছে। জাপান, দক্ষিণ কোরিয়া এবং অস্ট্রেলিয়ার প্রধান সূচকগুলো উর্ধ্বমুখী দেখা গেছে।ভারত ও পাকিস্থানের বাজার ও ইতিবাচক হয়েছে, তারই ধারাবাহিকতায় বাংলাদেশের শেয়ারবাজারে ইতিবাচক রয়েছে বলে মত দিয়েছেন বাজার সংশ্লিষ্টরা।
বেশ কিছু হাউজ ঘুরে দেখা গেল লেনদেন বাড়লেও হাউজের লোক বা বিনিয়োগকারীদের তেমন কোন উৎফুল্লতা লক্ষ্য করা যায়নি।
বেশ কিছু বিনিয়োগকারীদের বক্তব্য বাজারে লেনদেন বাড়ছে তাতে আমাদের কি লাভ! আমাদের শেয়ারের তো দাম বাড়ছেনা। বেশকিছু বিনিয়োগকারী জানান ৬৫ সূচক বাড়লেও আমাদের শেয়ারের দাম বেড়েছে মাত্র ১০/২০ পয়সা, যে কারণে ৬৫ সূচক বাড়লেও আমরা খুশি হতে পারছিনা।