সূচকের ইতিবাচকতায় লেনদেন হয়েছে প্রায় ৬০০ কোটি।বাজার মুভমেন্টে উঠে এসেছে নতুন নতুন স্টক।যা বাজারের জন্যে ইতিবাচক দিক বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা , তাদের মতে বাজারে খাত ভিত্তিক মুভমেন্ট হলে বাজারের মানিফ্লো বাড়বে তাতে বাজারের গতি বাড়বে।
আজ সোমবার (২৯ সেপ্টেম্বর) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সমূল্যসূচকের মিশ্র প্রতিক্রিয়ার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। আজ বেশিরভাগ কোম্পানির শেয়ারদর ও আগের দিনের তুলনায় লেনদেনের পরিমাণ বেড়েছে।
আজ ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৯ দশমিক ৭০ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৩৮৯ অবস্থান করছে।অন্যদিকে ‘ডিএসইএস’ সূচক ০.৯৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ১৬৩ পয়েন্টে। আর ‘ডিএস-৩০’ সূচক কমেছে ১.২৯ পয়েন্ট, যা বর্তমানে ২ হাজার ৮৪ পয়েন্টে অবস্থান করছে।

আজ ডিএসইতে ৫৯৯ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে এই লেনদেনের পরিমাণ ছিল ৫৬৪ কোটি ১৮ লাখ টাকা।
ডিএসইতে আজ মোট ৩৯৭টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়। এর মধ্যে ২১২টি কোম্পানির দর বেড়েছে, ১০৫ টির দর কমেছে এবং ৮০ টি কোম্পানির দর অপরিবর্তিত রয়েছে।
Author
-
'ঢাকা শেয়ার বাজার ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'ঢাকা শেয়ার বাজার ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।