আজ বৃহস্পতিবার (১ আগস্ট) দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসির (ডিএসই) সূচক ৫৩.৪৬ পয়েন্ট ইতিবাচক হওয়ায় অধিকাংশ কোম্পানির শেয়ারদর বেড়েছে। সেই সঙ্গে বেড়েছে লেনদেনের পরিমাণও। আজ ২৭৮ টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে।
আজ ডিএসইর সব সূচক বেরেছে,আজ ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৫৩.৪৬ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫৩৩৩.৯৩ পয়েন্টে। এছাড়া ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ১১.৪০ পয়েন্ট বেড়ে ১১৬৫.৩৭ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ১৪.৬৬ পয়েন্ট বেড়ে ১৯০০.৮৫ পয়েন্টে অবস্থান করছে।

আজ ডিএসইতে ৫৫২.৭৫ কোটি টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছে ৪৭০.৫৮ কোটি টাকা। আজ গতদিনের চেয়ে ৮২.১৭ টাকার শেয়ার ও ইউনিট বেশি লেনদেন হয়েছে।
আজ ডিএসইতে মোট ৩৯৮ টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ২৭৮ টি কোম্পানির, বিপরীতে ৬০ কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৬০ টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর ছিলো অপরিবর্তিত।
দেশের চলমান পরিস্থিতিতে বিনিয়োগকারীসহ ব্রোকারেজ হাউসগুলোর মধ্যে এক ধরনের আতঙ্ক ছিল। তবে আজ তা অনেকাংশে কমে এসেছে। সে জন্য ব্যক্তিশ্রেণির বিনিয়োগকারীদের অংশগ্রহণও বেড়েছে। যে কারনে আজ লেনদেন বেড়েছে।
ইন্টারনেট ও সামাজিক যোগাযোগ মাধ্যম পুরোপুরি সচল হওয়াতে অনেক বিনিয়োগকারী এপ্সের মাধ্যমে ও হোয়াটস আপের মাধ্যমে লেনদেন করতে পেরেছেন। সে জন্য ব্যক্তি শ্রেণির বিনিয়োগকারীদের অংশগ্রহণও বেড়েছে।
বাজার সংশ্লিষ্টরা বলেছেন, ছাত্র আন্দোলনের কারণে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে একধরনের আতঙ্ক বিরাজ করছে। তবে আশার কথা হল ছাত্র আন্দোলন ছাড়া বাজারে তেমন কোন নেতিবাচক ইস্যু ইস্যু নেই।