আজ সোমবার (০৭ অক্টোবর) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনের মধ্যদিয়ে লেনদেন শেষ হয়েছে। তবে গত কার্যদিবসের তুলনায় টাকার অংকে বেড়েছে লেনদেনের পরিমাণ। আজ প্রধান সূচক ডিএসইএক্সসহ তিনটি সূচকেরই পতন হয়েছে।
ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ২৩.৯৯ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫৪২৩.৬৪ পয়েন্টে।
এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ২.১১ পয়েন্ট কমে ১ হাজার ১৭১ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ০৩ দশমিক ৭৬ পয়েন্ট কমে ২ হাজার ৮৮ পয়েন্টে অবস্থান করছে।
আজ ডিএসইতে ৭৩৬ কোটি ৮১ লাখ ৭২ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৬১৯ কোটি ২৮ লাখ ৩৮ হাজার টাকা।
এদিন ডিএসইতে মোট ৩৯৫টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ৯৬টি কোম্পানির, বিপরীতে ২৫৫ কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৪৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।