ঢাকা শেয়ার বাজার

৫ ফেব্রুয়ারি ২০২৫ বুধবার ২২ মাঘ ১৪৩১

সোনার দাম কমছে বিশ্ব বাজারে

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “ঢাকা শেয়ার বাজার ডট কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  facebook.com/dhakasharebazar2024

এবার সোনার দাম ৩ শতাংশ কমেছে বিশ্বের বাজারে। স্থানীয় সময় গতকাল সোমবার যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক উভয় বাজারে কমেছে সোনার দাম।

বাজার পর্যবেক্ষণকারী সংস্থাগুলোর বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, সোমবার আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স সোনা বিক্রি হয়েছে ২ হাজার ৬১৯ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ৩ লাখ ১৩ হাজার ৬৬০ টাকা। আর যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ বাজারে প্রতি আউন্স বিক্রি হয়েছে ২ হাজার ৬১৮ ডলার, অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় ৩ লাখ ১৩ হাজার ৬০০ টাকায়।

আরও পড়ুন…

সোনার কমতি মূল্য কার্যকর আজ থেকে

বাজার পর্যবেক্ষণ সংস্থা টিডি সিকিউরিটিজের জ্যেষ্ঠ কর্মকর্তা ড্যানিয়েল গ্যালি রয়টার্সকে জানান, নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রেজারি বিভাগের সেক্রেটারি (অর্থমন্ত্রী) হিসেবে নিয়োগ দিচ্ছেন স্কট বেসেন্টকে।

ধারণা করা হচ্ছে, এর মাধ্যমে দেশের অর্থনীতি আরও স্থিতিশীল হবে। এ ছাড়া সম্প্রতি ইসরায়েল ও হিজবুল্লাহ যুদ্ধবিরতির জন্য সম্মত হয়েছে। সোনার দাম ওঠানামার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রাজনীতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলে জানান তিনি।

যেকোনো অর্থনৈতিক ও ভূরাজনৈতিক অনিশ্চয়তায় সোনা একটি নিরাপদ বিনিয়োগ হিসেবে বিবেচিত হয়। এর মধ্যে বাণিজ্য যুদ্ধ বিশেষভাবে উল্লেখযোগ্য।

এদিকে স্পট মার্কেটে রুপার দাম কমেছে আগের দিনের তুলনায় ৩ দশমিক ৩ শতাংশ। প্রতি আউন্সের মূল্য নেমে এসেছে ৩০ ডলার ২৮ সেন্টে। প্লাটিনামের দাম ২ দশমিক ৬ শতাংশ কমে আউন্সপ্রতি ৯৩৮ ডলার ৫৭ সেন্টে স্থির হয়েছে। প্যালাডিয়ামের দাম ৩ দশমিক ১ শতাংশ কমে দাঁড়িয়েছে ৯৭৭ ডলার ৯৪ সেন্টে।

Author

  • 'ঢাকা শেয়ার বাজার ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'ঢাকা শেয়ার বাজার ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।