দেশের শেয়ার বাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের জায়ান্ট কোম্পানি স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসির (SQURPHARMA) বার্ষিক বিক্রয় ও বিপণন সম্মেলন ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার (২৪ জানুয়ারি) সারা দিনব্যাপী এ সম্মেলনে কোম্পানির কর্মকর্তা ও কর্মীরা নতুন অনুপ্রেরণায় বছরের লক্ষ্য নির্ধারণ করেন।
সম্মেলনটিতে প্রতিষ্ঠানের চেয়ারম্যান জনাব স্যামসন এস চৌধুরীর জন্মশতবার্ষিকী উদযাপন করা হয়।
সম্মেলনে স্কয়ার গ্রুপের চেয়ারম্যান স্যামুয়েল এস. চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরী, পরিচালক এরিক এস. চৌধুরী ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, স্কয়ার ফার্মাসিউটিক্যালস ১৯৫৮ সালে যাত্রা শুরু করে। ১৯৮৫ সালে প্রতিষ্ঠানটি দেশের শীর্ষ ঔষধ প্রস্তুতকারী কোম্পানিতে পরিণত হয়। টানা ৪০ বছর ধরে স্কয়ার ফার্মাসিউটিক্যালস এই স্থান ধরে রেখেছে। বর্তমানে বিশ্বের ৪০টিরও বেশি দেশে ঔষধ রফতানি করছে স্বনামধন্য প্রতিষ্ঠানটি।