বিনিয়োগকারীদের সঙ্গে স্টক ব্রোকার, স্টক ডিলার, ইস্যুয়ার কোম্পানিগুরোর মধ্যে সৃষ্টবিরোধ দ্রুত নিষ্পত্তি করতে দুইটি বিধিমালা অনুমোদন করেছে বাংলাদেশ সিকিউরিটিজঅ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
আজ মঙ্গলবার (০৭ অক্টোবর) সংস্থাটির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদেরসভাপতিত্বে অনুষ্ঠিত ৯৭৬তম কমিশন সভায় এ অনুমোদন দেয়া হয়।
নতুন অনুমোদিত বিধিমালা দুটি হলো ঢাকা স্টক এক্সচেঞ্জ (সেটেলমেন্ট অব ডিসপিউট) রেগুলেশনস, ২০২৫ ও চিটাগং স্টক এক্সচেঞ্জ (সেটেলমেন্ট অব ডিসপিউট) রেগুলেশনস, ২০২৫।
অনুমোদিত বিধিমালার আওতায় বিনিয়োগকারীদের সঙ্গে স্টক ব্রোকার, স্টক ডিলার, ইস্যুয়ার কোম্পানিগুলোর মধ্যে সৃষ্ট বিরোধ মধ্যস্থতা ও সালিশি মাধ্যমে নিষ্পত্তি করা যাবে।ফলে বিরোধগুলো জটিল, সময়সাপেক্ষ আইনী প্রক্রিয়া ও এনফোর্সমেন্ট কার্যক্রম ছাড়াইদ্রুততম সময়ের মধ্যে নিষ্পত্তি বা সমাধান হবে।
স্টক এক্সচেঞ্জে বিধিমালা দুটি প্রেরণ করা হবে এবং সরকারি গেজেটে প্রকাশের মাধ্যমে এটিকার্যকর করা হবে।
Author
-
'ঢাকা শেয়ার বাজার ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'ঢাকা শেয়ার বাজার ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।