পুঁজিবাজারে তালিকাভুক্ত ফার্মাসিউটিক্যালস খাতের কোম্পানি নাভানা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের (NAVANAPHAR) আগামি কাল স্পট মার্কেটে লেনদেন শুরু।
আগামীকাল সোমবার ,৩রা জুলাই ,২০২৩ কোম্পানিটির স্পট মার্কেটে লেনদেন শুরু হবে, চলবে ৪ জুলাই পর্যন্ত। আগামী বুধবার ৫ জুলাই ২০২৩ কোম্পানিটির রেকর্ড ডেট।
উল্লেখ্য কোম্পানিটি অসুরক্ষিত আংশিক রূপান্তরযোগ্য রিডিমেবল বন্ড ইস্যু করার জন্যে ইজিএম করবে।
ইজিএমে অংশগ্রহণ করার জন্যে রেকর্ড তারিখের আগে স্পট মার্কেটে লেনদেন হবে।