স্বর্ণের দাম পাঁচ দিনের ব্যবধানে আবারও বড় দরপতন হলো। হলমার্ক করা ২২ ক্যারেটের সোনায় এবার দাম কমেছে ভরিতে প্রায় সাড়ে ১০ হাজার টাকা। এর মধ্য দিয়ে এক লাফে হলমার্ক স্বর্ণের দাম ভরিতে ২ লাখের নিচে নেমে এল।
আজ বুধবার (২৯ অক্টোবর) থেকে কার্যকর হতে যাওয়া নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি ২২ ক্যারেট সোনার দাম এখন ১ লাখ ৯৩ হাজার ৮০০ টাকা।
গতকাল মঙ্গলবার (২৮ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস)।
বিজ্ঞপ্তি অনুসারে, দেশের বাজারে তেজাবি ও পিওর গোল্ডের মূল্য উল্লেখযোগ্য হারে হ্রাস পেয়েছে। ২২ ক্যারেটের পাশাপাশি দেশের বাজারে ২১ ক্যারেট এবং ১৮ ক্যারেট মানের সোনাতেও বড় অংকের দরপতনের কথা জানিয়েছে বাজুস।
বাজুস থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ২১ ক্যারেট সোনার দাম এখন ভরিতে ১৪ হাজার ৪৮৭ টাকা কমে দাঁড়িয়েছে ১ লাখ ৮৫ হাজার ১৪ টাকায়। অন্যদিকে, ১৮ ক্যারেট মানের সোনায় ভরিতে দাম কমেছে প্রায় ১২ হাজার ৫২৭ টাকা, ফলে আগামীকাল থেকে এর নতুন দাম হবে ১ লাখ ৫৮ হাজার ৪৬৬ টাকা ৪৮ পয়সা।
এক লাফে সোনার দাম ভরিতে কমল ৮ হাজার টাকাএক লাফে সোনার দাম ভরিতে কমল ৮ হাজার টাকা।
এছাড়া সনাতন পদ্ধতির সোনার দামও হ্রাস পেয়েছে, যেমনটা দেখা গেছে সব রকম রুপার দামেও।
দাম নির্ধারণ ও পর্যবেক্ষণ সম্পর্কিত বাজুস-এর স্ট্যান্ডিং কমিটির এক সভায় গতকাল সোনা ও রুপার নতুন দাম নির্ধারণ করা হয়। বুধবার (২৯ অক্টোবর) থেকে নতুন এই দাম কার্যকর হবে বলে বাজুস জানিয়েছে।
Author
-
'ঢাকা শেয়ার বাজার ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'ঢাকা শেয়ার বাজার ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।