রাজধানীর হাতিরঝিল মধুবাগ ব্রিজের নিচে ফুটপাত থেকে এক পুরুষ ব্যক্তির (বয়স আনুমানিক ৬৫ বছর) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার (২৩শে সেপ্টেম্বর) রাতে মরদেহ উদ্ধার করা হয়।
হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ কারিবেল হাসান। তিনি বলেন, শনিবার রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে মধুবাগ ব্রিজ সংলগ্ন ফ্লাইওভারের নিচে নিগার মোবাইল রেস্টুরেন্টের সামনে ফুটপাতের উপর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে রাত দেড়টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।
তিনি জানান, অজ্ঞাত এই ব্যক্তির পরিচয় শনাক্তে ফিঙ্গার প্রিন্ট নেওয়া হয়। সেখানে তার নাম জানা যায় জাহাঙ্গীর আলম, গ্রামের বাড়ি বরিশালের গৌরনদীতে। তবে সেখানে যোগাযোগ করে জানা যায় ওই নামের লোক জীবিত আছেন। তাই এখনও তার পরিচয় শনাক্ত করা যায়নি। আত্মীয়-স্বজন কাউকে পাওয়া যাচ্ছে না। আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে।
তিনি কী কারণে মারা গেছেন, তা জানা যায়নি উল্লেখ পুলিশের এই কর্মকর্তা বলেন, ‘ধারণা করা হচ্ছে, অসুস্থতাজনিত কারণে তিনি মারা যেতে পারেন। তবে ময়নাতদন্তের পর প্রকৃত কারণ জানা যাবে।’
Author
-
'ঢাকা শেয়ার বাজার ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'ঢাকা শেয়ার বাজার ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।