গতকাল সোমবার (৬ জানুয়ারি) সন্ধ্যার দিকে দ্বিতীয়বারের মতো ভারত থেকে একটি ভারতীয় ট্রাকে করে ৫ টন জিরা আমদানি করা হয়। দীর্ঘ ৬ মাস পর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে আমদানি শুরু হয়েছে।
এর আগে গত বছরের জুন মাসে প্রথমবারের মতো ৭ টন জিরা আমদানি করা হয়েছিল।
স্থলবন্দর সূত্রে জানা যায়, চলতি ২০২৪-২৫ অর্থবছরে গত জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত বন্দর দিয়ে ভারত থেকে কোনো পণ্য আমদানি হয়নি। চলতি ২০২৪-২৫ অর্থবছরে আমদানি পণ্যের এটিই প্রথম চালান। এর মধ্য দিয়ে স্বাভাবিক হলো বন্দরের আমদানি বাণিজ্য।
মেসার্স পড়শী ইমপেক্স নামে একটি প্রতিষ্ঠান ভারত থেকে এ ৫ টন জিরা আমদানি করে। প্রতি কেজি জিরা ৩ দশমিক ৪৯ মার্কিন ডলার মূল্যে রপ্তানি করে ভারতীয় প্রতিষ্ঠান এম টি ই এক্সিম প্রাইভেট লিমিটেড।
আখাউড়া স্থলবন্দরের সহকারী পরিচালক মো. মাহমুদুল হাসান বলেন, ‘দীর্ঘ ৬ মাস ধরে আখাউড়া স্থলবন্দর দিয়ে কোন পণ্য আমদানি হয়নি। চলতি অর্থবছরে প্রথমবারের মতো সোমবার সন্ধ্যায় ৫ টন জিরা আমদানি করা হয়। এর মধ্য দিয়ে দীর্ঘ ৬ মাস পর আবারও সচল হলো আমদানি বাণিজ্য।
তিনি আরো জানান, মঙ্গলবার (৭ জানুয়ারি) সকালে বন্দরের ইয়ার্ড থেকে জিরাগুলো খালাস করা হবে।
Author
-
'ঢাকা শেয়ার বাজার ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'ঢাকা শেয়ার বাজার ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।