আজ মঙ্গলবার, ৩ জানুয়ারী ২০২৩, বছরের ৩য় কর্মদিবসে উভয় স্টক একচেঞ্জে দিন শেষে কিছুটা ইতিবাচক ধারাতে লেনদেন শেষ করেছে।
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচক ও লেনদেন ইতিবাচক বাচক ধারাতে শেষ হয়েছে। আজ ডিএসইতে টাকার অংকে লেনদেন গত দিনের চেয়ে বেড়েছে। আজ ডিএসইতে মোট লেনদেন হয়েছে ১৯৮.৯০ কোটি টাকার শেয়ার।
যা গতদিন ছিল ১৪৬.৫১ কোটি টাকার শেয়ার। আজ ডিএসইতে গতদিনের চেয়ে ৫২.৩৯ কোটি টাকার বেশি শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে।
লেনদেনে আজ মূল সূচক ডিএসইএক্স সূচক ৭.১৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬১৮৫.০৬ পয়েন্টে। এছাড়া ডিএসইএস বা শরীয়াহ সূচক ১.২১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩৫২.২৩ পয়েন্টে। ডিএস ৩০ সূচক ০.৭৩ পয়েন্ট বেড়ে দাড়িয়েছে ২১৯২.১৬ পয়েন্টে।
আজ ডিএসইতে মোট ৩৩২ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৪৪ টির, কমেছে ১১৯ টির এবং অপরিবর্তিত ছিল ১৬৯ টির।
অপরদিকে দেশের ২য় শেয়ার বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক ও লেনদেন ইতিতিবাচক ধারাতে শেষ হয়েছে। সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ১২.৫২ পয়েন্ট বেড়ে, সূচক অবস্থান করছে ১৮২৭১.২৫ পয়েন্টে।
আজ সিএসইতে ৭.৫৬ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা গতকাল ছিল ৬.১২ কোটি টাকা। আজ সিএসইতে গতদিনের চেয়ে ১.৪৪ কোটি টাকার বেশি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। আজ সিএসইতে মোট ১৭০ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ২৯ টির, কমেছে ৩৯ টির এবং অপরিবর্তিত ছিল ১০২ টির।
২০২৩ নতুন বছরের ৩য় কর্ম দিবসে বাজার প্রথম ইতিবাচক ধারাতে শেষ হলো। মানুষ অধির আগ্রহ নিয়ে অপেক্ষার প্রহর গুনছেন, কখন বাজার ভালো হবে। বেশ কয়েকটি ব্রোকারেজ হাউজ ঘুরে বিনিয়োগকারী ও বিভিন্ন হাউজের অফিসারদের সাথে কথা বলে জানা গেল, তাদের ধারণা আগামি সপ্তাহে তারা একটি ইতিবাচক বাজার পাবেন। তাদের দাবি কর্তৃপক্ষ তাদের অবস্থার কথা বিবেচনা করে বাজার উন্নয়নে আশু ভূমিকা রাখবেন।
একটি রেসপন্স
এই মাসেও যদি বাজার এমন ভাবে চলে তাহলে মানুষের আতংক আরও বেড়ে যাবে।