আজ মঙ্গলবার ৩রা জানুয়ারী ২০২৩, ব্লকে ৪২ টি শেয়ারের মোট লেনদেন হয়েছে ৩৩.৬৬ কোটি টাকা।
গতকাল ব্লকে মোট ৩৯ টি কোম্পানির ট্রেড হয়েছে ২৭.০৮ কোটি টাকা, আজ ব্লকে গত দিনের চেয়ে লেনদেন বেশি হয়েছে ৬.৫৮ কোটি টাকা।
আজকের ব্লকে ভলিউমের দিক দিয়ে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে সাউথ বাংলা এগ্রিকালচার ব্যাংক (SBACBANK) , লেনদেন হয়েছে ৪৩ লাখ। এর পরে বেশি লেনদেন হয়েছে স্কয়ার ফার্মার ৭.৪১ লাখ, ফরচুন সুজের ২.২৫ লাখ, মালেক স্পিনিং এর ২.১৪ লাখ এবং তিতাস গ্যাসের ২.০৯ লাখ শেয়ারের লেনদেন হয়েছে।
এছাড়া আজ ব্লকে টাকার অংকে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে স্কয়ার ফার্মার। এর পরে উল্লেখযোগ্য লেনদেন হয়েছে সাউথ বাংলা এগ্রিকালচার ব্যাংক, গ্রামীন ফোন, বিয়াকন ফার্মা ও ফরচুন সুজের।
আজ ব্লোকে ৩৩.৬৬ কোটির লেনদেন এর মধ্যে শুধু স্কয়ার ফার্মারই ১৪.৮৫ কোটি টাকার লেনদেন হয়েছে।
আজ ডিএসইর মোট লেনদেন ১৯৮.৯০ কোটি টাকা। এর মধ্যে শুধু ব্লকের লেনদেনই ৩৩.৬৬ কোটি টাকা। সে হিসাবে আজ ডিএসইর মূল লেনদেন ১৬৫.২৪ কোটি টাকা, যা গতকাল ছিল ১১৯.৪৩ কোটি টাকা মাত্র। সে হিসাবে আজ ডিএসইর মূল লেনদেন বেড়েছে গতকালের চেয়ে ৪৫.৮১ কোটি টাকা।
উল্লেখ্য, ফ্লোর প্রাইজের ১০% কমে ব্লকে লেনদেন করার সুযোগ দেয়ার পর থেকে নিয়মিত ব্লোকের লেনদেন বেড়েছে।
একটি রেসপন্স
ভাবতে অবাক লাগে যখন স্কয়ার ফার্মার মত শেয়ারের ও ক্রেতা পাইনা,লাভে থাকা শেয়ার ও বিক্রি করা যাচ্ছেনা এটা কোন বাজার হল।