আজ বৃহস্পতিবার ৫ জানুয়ারী ২০২৩, দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা ষ্টক এক্সছেঞ্জে ব্লকে ৪৫ টি শেয়ারের মোট লেনদেন হয়েছে ৬৯.৯৯ কোটি টাকা। গতকাল ব্লকে মোট ৫৬ টি কোম্পানির ট্রেড হয়েছে ৩২.০৮ কোটি টাকা, আজ ব্লকে গত দিনের চেয়ে লেনদেন বেশি হয়েছে ৩৭.৯১ কোটি টাকা।
আজকের ব্লকে ভলিউমের দিক দিয়ে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে সাউথ বাংলা এগ্রিকালচার ব্যাংকের(SBACBANK) লেনদেন হয়েছে ৪৭ লাখ। এর পরে বেশি লেনদেন হয়েছে আনোয়ার গ্যালভানাইজিং এর ৬.২৮ লাখ, স্কয়ার ফার্মার ৫.৬৪ লাখ, ইন্ট্রাকোর ৩ লাখ এবং আমান কটনের ২.৫৭ লাখ শেয়ারের লেনদেন হয়েছে।
এছাড়া আজ ব্লকে টাকার অংকে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে আনোয়ার গ্যালভানাইজিং এর। এর পরে উল্লেখযোগ্য লেনদেন হয়েছে স্কয়ার ফার্মার, রেনেটার, গ্রামিন ফোনের, বিয়াকন ফার্মার ও সাউথ বাংলা এগ্রিকালচার ব্যাংকের।
উল্লেখ্য আজ ব্লোকে ৬৯.৯৯ কোটির লেনদেনের মধ্যে আনোয়ার গ্যালভানাইজিং এরই ১৪.৫৮ কোটি টাকার লেনদেন হয়েছে।
আজ ডিএসইর মোট লেনদেন ৩১৮.০১ কোটি টাকা। এর মধ্যে শুধু ব্লকের লেনদেনই ৬৯.৯৯ কোটি টাকা। সে হিসাবে আজ ডিএসইর মূল লেনদেন ২৪৮.০২ কোটি টাকা, যা গতকাল ছিল ২৫৯.০৩ কোটি টাকা মাত্র। সে হিসাবে আজ ডিএসইর মূল লেনদেন কমেছে গতকালের চেয়ে ১১.০১ কোটি টাকা।
2 Responses
ধন্যবাদ দাদা। আশা করি সব সময় পাব
Authorities should give opportunity to everyone in block transaction