আজ রবিবার, ৮ জানুয়ারী ২০২৩, দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে ব্লকে ৫০ টি শেয়ারের মোট লেনদেন হয়েছে ৩৪.৫৪ কোটি টাকা।
গতকাল ব্লকে মোট ৪৫ টি কোম্পানির ট্রেড হয়েছে ৬৯.৯৯ কোটি টাকা। আজ ব্লকে গত দিনের চেয়ে লেনদেন কম হয়েছে ৩৫.৪৫ কোটি টাকা।
আজকের ব্লকে ভলিউমের দিক দিয়ে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে সাউথ বাংলা এগ্রিকালচার ব্যাংকের (SBACBANK), লেনদেন হয়েছে ৪৩ লাখ। এর পরে বেশি লেনদেন হয়েছে সিপারলের ৪.৫৪ লাখ, মালেক স্পিনিং এর ৩.৮৮ লাখ, ডমিনেজ স্টিলের ২.৯৯ লাখ ও মারকেন্টাইল ব্যাংকের ২.৩৩ লাখ শেয়ারের লেনদেন হয়েছে।
এছাড়া আজ ব্লকে টাকার অংকে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে সিপারলের। এর পরে উল্লেখযোগ্য লেনদেন হয়েছে সাউথ বাংলা এগ্রিকালচার ব্যাংক, অরিয়ন ইনফিউশন,বিয়াকন ফার্মা ও ফরচুন সুজের।
উল্লেখ্য, আজ ব্লকে ৩৪.৫৪ কোটির লেনদেন এর মধ্যে শুধুমাত্র সিপারলেরই ৮.৮৬ কোটি টাকার লেনদেন হয়েছে।
আজ ডিএসইর মোট লেনদেন ২৮৪.২০ কোটি টাকা। এর মধ্যে শুধু ব্লকের লেনদেনই ৩৪.৫৪ কোটি টাকা। সে হিসাবে আজ ডিএসইর মূল লেনদেন ২৪৯.৬৬ কোটি টাকা। যা গতকাল ছিল ২৪৮.০২ কোটি টাকা মাত্র। সে হিসাবে আজ ডিএসইর মূল লেনদেন বেড়েছে গতকালের চেয়ে ১.৬৪ কোটি টাকা।