দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল সূচক কিছুটা কমলেও লেনদেন কিছুটা বেড়েছে। আজ ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৭১৩.৭৬ কোটি টাকার শেয়ার।
যা গতদিন ছিল ৭১১.২৯ কোটি টাকার শেয়ার। আজ ডিএসইতে গতদিনের চেয়ে ২.৪৭ কোটি টাকার বেশি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে।
লেনদেনে আজ মূল সূচক ডিএসইএক্স সূচক ৪.৪৩ পয়েন্ট কমে, অবস্থান করছে ৬২৪৬.০৬ পয়েন্টে। এছাড়া ডিএসইএস বা শরীয়াহ সূচক ২.৩৪ পয়েন্ট কমে, অবস্থান করছে ১৩৬২.২৪ পয়েন্টে। ডিএস ৩০ সূচক ৬.৭৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২২০১.৩৩ পয়েন্টে।
আজ ডিএসইতে মোট ৩৫২ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৬১ টির, কমেছে ১১৬ টির এবং অপরিবর্তিত ছিল ১৭৫ টির।
অপর দিকে দেশের ২য় শেয়ার বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন ইতিবাচক ধারাতে শেষ হয়েছে। সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ৯.১৭ পয়েন্ট বেড়ে সূচক অবস্থান করছে ১৮৪৪০.৪৯ পয়েন্টে।
আজ সিএসইতে ১৭.২৯ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা গতকাল ছিল ১৫.৬২ কোটি টাকা। আজ সিএসইতে গতদিনের চেয়ে মাত্র ১.৬৭ কোটি টাকার বেশি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে।
আজ সিএসই তে মোট ২০২ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৪০ টির, কমেছে ৬৫ টির এবং অপরিবর্তিত ছিল ৯৭ টির।
আজ উভয় স্টক এক্সচেঞ্জের টপ গেইনিং তালিকা ছিল পুরোপুরি মিশ্রিত। এ বিষয় নিয়ে বেশ কিছু বিনিয়োগকারীদের সাথে কথা হলে এর মধ্যে আমির হুসাইন নামের একজন বিনিয়োগকারীর মন্তব্য ছিল অসাধারণ। তিনি বলেছেন সেক্টর, আইটেম ঘুরে ফিরে বাড়লে লেনদেন দ্রুত বেড়ে যাবে এবং বাজারে গতি আসবে।
বাজার নিয়ে সার্বিকভাবে বিশ্লেষণ করলে দেখা যায়, বাজারে লেনদেনের গতি ধরে রাখলেই বাজার আপন গতিতে চলবে। গত ৪ দিনে, টানা দুই দিন ৫০০ কোটি এর অধিক, ও গতকাল ও আজকের ৭০০ কোটি এর অধিক লেনদেন হওয়ার ফলে বাজারের প্রতি মানুষের আস্থা ধাপে ধাপে বাড়ছে।বাজার সংশ্লিষ্ট সবাই তাকিয়ে আছে বাজারে আবার কখন প্রান চাঞ্চল্যতা ফিরে আসে।