আজ ১৮ ই জানুয়ারি ২০২৩, ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া ৩৬৮ টি প্রতিষ্ঠানের মধ্যে ১৩৮ টি শেয়ারের দাম কমেছে। আজ শেয়ারের দাম সবচেয়ে বেশি কমেছে জেএমআই হসপিটালের।
গতকাল কোম্পানিটির ক্লোজিং দাম ছিল ৯৯.৫০ টাকা। আজ লেনদেন শেষে কোম্পানিটির ক্লোজিং দাম ৯২ টাকা। আজ কোম্পানিটির শেয়ারের দাম ৭.৫০ টাকা কমেছে যা শতাংশের দিক দিয়ে ৭.৫৪ শতাংশ কমেছে। এর মাধ্যমে কোম্পানিটি ডিএসইর দর পতনের তালিকার শীর্ষে উঠে এসেছে ।
ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে বসুন্ধরা পেপার মিলসের ৭.১৪ শতাংশ, নাভানা ফার্মার ৬.৮৪ শতাংশ, বাংলাদেশ বিল্ডিং সিস্টেমসের ৬.৭৮ শতাংশ, ওরিয়ন ইনফিউশনের ৬.৫৯ শতাংশ, ইস্টার্ন হাউজিংয়ের ৬.৩৬ শতাংশ, মালেক স্পিনিংয়ের ৫.৮৬ শতাংশ, বাংলাদেশ মনোস্পুল পেপারের ৫.৬৫ শতাংশ, লুবরেফ বাংলাদেশের ৫.৪৭ শতাংশ ও ইউনিক হোটেল এ্যান্ড রিসোর্ট লিমিটেডের ৫.১৬ শতাংশ দর কমেছে।
উল্লেখ্য, আজ যে সব শেয়ার টপ লুজারে চলে এসেছে গতকালের বেশির ভাগই ছিল টপ গেইনিং তালিকাতে।