ঢাকা শেয়ার বাজার

২৪ এপ্রিল ২০২৫ বৃহস্পতিবার ১১ বৈশাখ ১৪৩২

গ্রামীণ ফোনের রেকর্ড পরিমাণ অন্তর্বর্তীকালীন লভ্যাংশ ঘোষণা

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “ঢাকা শেয়ার বাজার ডট কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  facebook.com/dhakasharebazar2024

শেয়ারবাজারে তালিকাভুক্ত টেলিকমিউনিকেশন খাতের বহুজাতিক কোম্পানি গ্রামীন ফোন লিমিটেডের (GP) ।অন্তর্বর্তীকালীন লভ্যাংশ ঘোষণা করেছে। চলতি হিসাববছরের প্রথম ২ প্রান্তিকের (জানুয়ারি’২৪-জুলাই’২৪) ফলাফলের উপর ভিত্তি করে শেয়ারহোল্ডারদের জন্য ১৬০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। অর্থাৎ ১০ টাকা অভিহিত মূল্যের প্রতি শেয়ারের বিপরীতে ১৬ টাকা লভ্যাংশ দেওয়া হবে।

আজ মঙ্গলবার (১৬ জুলাই) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে অন্তর্বর্তী লভ্যাংশের এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে পর্ষদ সদস্যরা চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল’২৪-জুন’২৪) অনিরীক্ষতি আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদন করেন। আর তার ভিত্তিতেই অন্তর্বর্তী লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

২য় প্রান্তিকে ৩ মাসে (এপ্রিল ২৪ – জুন ২৪) কোম্পানিটির শেয়ার প্রতি আয় ( Eps ) হয়েছে ৬.৩৮ টাকা। গত অর্থবছরের একই সময়ে ৩ মাসে শেয়ার প্রতি আয় (Eps )হয়েছিল ৮.৮৪  টাকা।
গত ৩ মাসে কোম্পানির (ইপিএস)আয় আগের চেয়ে কমেছে ২৮ শতাংশ।

অপরদিকে গত ৬ মাসে (জানুয়ারি ২৪ – জুন ২৪) ২ প্রান্তিক মিলে কোম্পানিটির শেয়ার প্রতি আয় ( Eps ) হয়েছে ১৬.২৯  টাকা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (Eps )হয়েছিল ১৪.৬২  টাকা।
গত ৬ মাসে কোম্পানির (Eps ) আয় আগের চেয়ে বেড়েছে ১১ শতাংশ।

গত ৩০ শে জুন ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নেট অপারেটিং নগদ প্রবাহ(NOCFPS) হয়েছে ২৮.০৭  টাকা, যা আগের বছরে ছিল ২০.১৫ টাকা এবং শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (NAVPS) হয়েছে ৫৩.১৮ টাকা। যা আগের বছরে ছিল ৩৯.৩৪ টাকা।

আগামী বৃহস্পতিবার,১৮ জুলাই,২০২৪ তারিখে কোম্পানিটি নো লিমিট প্রাইজে লেনদেন হবে অর্থাৎ ঐ দিন গ্রামীন ফোন লিমিটেডের যা খুশি তা দাম বাড়তে বাঁ কমতে পারবে

 

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।