শেয়ার বাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের রেনাটা পিএলসি (RENATA)মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে রিস্পেরিডোনের প্রথম চালান পাঠিয়েছে। রেনাটার ইউএস এফডিএ অনুমোদিত পদ্ধতিতে তৈরি স্পিরিড দেশে মানসিক রোগের চিকিৎসার জন্য ব্যাপক খ্যাতি অর্জন করেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে পাঠানো এ শিপমেন্টে ওষুধটির ০.২৫ মিলি গ্রাম, ০.৫ মিলি গ্রাম এবং ১ মিলি গ্রাম পরিমাণের ১ কোটি বিশ লাখ ট্যাবলেট রয়েছে। যা সিজোফ্রেনিয়া, বাইপোলার ডিসঅর্ডার এবং অটিজম-সম্পর্কিত বিরক্তির চিকিৎসার জন্য অপরিহার্য।
রেনাটা পিএলসি ১৯৭২ সালে মার্কিন ওষুধ জায়ান্ট ফাইজারের একটি কোম্পানি হিসেবে বাংলাদেশে যাত্রা করে। ১৯৯৩ সালে ফাইজার স্থানীয় শেয়ার হোল্ডারদের কাছে তাদের মালিকানা বিক্রি করে চলে যায় এবং কোম্পানির নাম ফাইজার (বাংলাদেশ) লিমিটেডের বদলে হয় রেনাটা লিমিটেড হয়, বর্তমানে এর নাম রেনাটা পিএলসি।
কোম্পানিটির অনুমোদিত মূলধন ২৮৫ কোটি ও পরিশোধিত মূলধন ১১৪ কোটি ৬৯ লাখ ৬০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ২ হাজার ৯১২ কোটি ৪৩ লাখ টাকা। কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ১১ কোটি ৪৬ লাখ ৯৬ হাজার ৪৯০। এর মধ্যে ৫১.২৯ শতাংশ উদ্যোক্তা পরিচালক, ২০.৮০ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, ২১.২৬ শতাংশ বিদেশী বিনিয়োগকারী ও বাকি ৬.৬৫ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে।