আজ মঙ্গলবার (১৪ জানুয়ারি ) উভয় স্টক এক্সচেঞ্জে সূচক শুরুতে আশা জাগিয়ে দিনশেষে নেতিবাচক ধারাতে শেষ হয়েছে। সূচকের পাশাপাশি আজ ডিএসইতে লেনদেন ও কমেছে।
আজ দিনের শুরুতে ঢাকা স্টক এক্সচেঞ্জে সূচক ও লেনদেনে আশা জাগিয়ে দিনশেষে নেতিবাচক ধারাতে বাজার শেষ হবার কারণে বিনিয়োগকারীদের দারুণ হতাশায় পরতে দেখা গেল। শুরুতে আশা জাগিয়ে দিন শেষে বাজার নেতিবাচক ধারাতে চলে যাওয়ায় বিনিয়োগকারীরা হতাশ হয়ে পরেছেন।
আজ বাজার ভাল যাবার কারণে আজ দিনের শুরুতে অনেক বিনিয়োগকারী নিটিং এর উদ্দেশ্যে শেয়ার কিনে দিন শেষে লস করে আশাহত হতে দেখা গেল।
আজ ৮/৯ জন বিনিয়োগকারীর সাথে আলাপ করে জানা গেল তাদের মধ্যে ৫ জনই আজ নিটিং করতে গিয়ে লসের সম্মুক্ষিন হয়েছেন। আজকের বাজারের চিত্র দেখে সহজেই অনুমান করা যায় বহু শেয়ার আজ ট্রেডিং থাকা বিনিয়োগকারীদের এডজাস্ট চাপে পরেছিল।
লেনদেন শেষে এই বিষয়টি নিয়ে বাজারের একজন অভিজ্ঞ বিনিয়োগকারীর সাথে আলাপকালে তিনি জানান বাজার স্থিতিশীল না থাকলে কখনোই নিটিং করা ঠিক নয়, যদি না হাতে এডজাস্ট দেয়ার মতো ফ্রি টাকা না থাকে। তিনি বলেন বাজারে ইন্সটিটিউট লেভেলের বিওতেও ইদানীং এই নিটিং চলছে, যারা ফলশ্রতিতে সবাই ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
আজ ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মূল সূচক সূচক শুরুতে ইতিবাচক ধারাতে শুরু হলেও দিনশেষে সূচক ও লেনদেন নেতিবাচক ধারাতে শেষ হয়ছে। আজ ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৩৫১.১৪ কোটি টাকার শেয়ার। যা গতদিন ছিল ৩৯৭.৮১ কোটি টাকার শেয়ার। আজ ডিএসইতে গত দিনের চেয়ে ৪৬.৬৭ কোটি টাকার কম শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে।
আজ লেনদেনে মূল সূচক ডিএসইএক্স সূচক ১.০১ পয়েন্ট কমে অবস্থান করছে ৫১৫০.৮৬ পয়েন্টে। এছাড়া ডিএসইএস বা শরীয়াহ সূচক ১.৪০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১১৫৮.৩৪ পয়েন্টে। ডিএস ৩০ সূচক ১.৬৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৯০৪.৪১ পয়েন্টে।
আজ ডিএসইতে মোট ৩৫১.১৪ কোটি টাকার ৩৯৬ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে মাত্র ১৮১ টির, দাম কমেছে ১৩১ টি এবং দাম অপরিবর্তিত ছিল ৮৪ টির।
Author
-
'ঢাকা শেয়ার বাজার ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'ঢাকা শেয়ার বাজার ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।