পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ওয়াইমেক্স ইলেক্ট্রোড লিমিটেড (OIMEX) কোম্পানিটি জানিয়েছে নগদ লভ্যাংশ সংক্রান্ত এবং অন্যান্য যে কোন বিষয়ে যোগাযোগের জন্যে শেয়ারহোল্ডারদের নিন্মের ঠিকানায় যোগাযোগ করতে বলেছে।
দ্য পার্ল ট্রেড সেন্টার (লেভেল-১১), চ-৯০/৩, প্রগতি সরণি, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২,
মোবাইল নম্বর: ০১৭৫৫৫৪৯০২৯ এবং ইমেল ঠিকানা: cs@oimexelectrodes.com এ যোগাযোগ করার জন্য অনুরোধ করেছে।