চলতি বছরের শেষের দিকে শুরু হবে দেশের প্রথম এক্সচেঞ্জ ট্রেডে ফান্ড (ইটিএফ) ETF Exchange Traded Fund মানে ‘বিনিময় ব্যবসা তহবিল’। এলবি মাল্টি অ্যাসেট ইনকাম ইটিএফ’ যাত্রা শুরু করতে যাচ্ছে বছরের শেষের দিকে। ফান্ডটির উদ্যোক্তা লংকাবাংলা ইনভেস্টমেন্টস লিমিটেড। ১০০ কোটি টাকার ফান্ডটির লেনদেন শুরু হবে ২০২৩ সালের শেষের দিকে।
গত ৪ঠা সেপ্টেম্বর ২০২৩, লংকাবাংলা অ্যাসেট ম্যানেজমেন্টের কার্যালয়ে দেশের প্রথম ইটিএফ ‘এলবি মাল্টি অ্যাসেট ইনকাম ইটিএফ’-এর ট্রাস্ট ডিড স্বাক্ষর হয়। এ সময় ঢাকা স্টকএক্সচেঞ্জের (ডিএসই) ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) এম সাইফুর রহমান মজুমদার, মহাব্যবস্থাপক সামিউল ইসলাম উপস্থিত ছিলেন। লংকাবাংলা ফাইন্যান্স পিএলসির চেয়ারম্যান মোহাম্মদ এ মঈন, ব্যবস্থাপনা পরিচালক খাজা শাহরিয়ার সহ লংকাবাংলার উচ্চ পর্যায়ের কর্মকর্তা গন উপস্থিত ছিলেন।
লংকাবাংলা ইনভেস্টমেন্টের সিইও ইফতেখার আলম এবং বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের (বিজিআইসি) ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আহমেদ সাইফুদ্দিন চৌধুরী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে ট্রাস্ট ডিডে স্বাক্ষর করেন।
দেশের প্রথম ইটিএফের উদ্যোক্তা লংকাবাংলা ইনভেস্টমেন্টস। ট্রাস্টির দায়িত্ব পালন করবে বিজিআইসি। ফান্ডটির অথরাইজড পার্টিসিপ্যান্টস (এপি) হিসেবে কাজ করবে লংকাবাংলা সিকিউরিটিজ লিমিটেড, গ্রিন ডেল্টা সিকিউরিটিজ লিমিটেড ও ইউনাইটেড ফাইন্যান্সিয়াল ট্রেডিং কোম্পানি লিমিটেড। ফান্ডটির প্রাথমিক আকার হবে ১০০ কোটি টাকা।
উল্লেখ্য, আরও একটি তহবিলের অনুমোদন দিয়েছিল পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। সেটি হলো এফএএম ডিজি বেঙ্গল টাইগার, এই তহবিলটির প্রাথমিক আকার হবে ৫০ কোটি টাকা। তহবিলটির উদ্যোক্তা ফ্রন্টিয়ার অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড ও ডন গ্লোবাল লিমিটেড। আর সম্পদ ব্যবস্থাপনার দায়িত্বে থাকবে ফ্রন্টিয়ার অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড।
2 Responses