ঢাকা শেয়ার বাজার

১ নভেম্বর ২০২৫ শনিবার ১৬ কার্তিক ১৪৩২

অধ্যাপক খায়রুল হোসেন পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের চেয়ারম্যান হলেন

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “ঢাকা শেয়ার বাজার ডট কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  facebook.com/dhakasharebazar2024

অধ্যাপক .এম খায়রুল হোসেন পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের (PKSF) চেয়ারম্যানপদে নিয়োগ পেয়েছেন। তিনি আগামী বছর পদে দায়িত্ব পালন করবেন। অর্থমন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ আজ মঙ্গলবার (১২ই সেপ্টেম্বর)  বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে।

আর্থিক প্রতিষ্ঠান বিভাগ সূত্রে এই তথ্য জানা গেছে, পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের (PKSF) সংঘবিধির অনুচ্ছেদ () এবং অনুচ্ছেদ ৫২ তে প্রদত্ত ক্ষমতাবলে তাঁকে পদে নিয়োগ দেওয়া হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

এতে আরও বলা হয়েছে, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জারিকৃত আদেশ অবিলম্বে কার্যকর হবে।

. এম খায়রুল হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক।

উল্লেখ্য, তিনি পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জকমিশনের (বিএসইসি) সাবেক চেয়ারম্যান ছিলেন।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।