নেটওয়ার্ক সেবার পরিধি বাড়াতে দেশের টেলিকমিউনিকেশন খাতের অন্যতম দুই মুঠোফোন অপারেটর রবি আজিয়াটা লিমিটেড ও বাংলালিংক নিজেদের নেটওয়ার্ক সেবার পরিধি বাড়াতে পরস্পরের সঙ্গে নেটওয়ার্ক ভাগাভাগি করবে। এ জন্য সম্ভাব্যতা যাচাইয়ের লক্ষ্যে একটি সমঝোতা চুক্তি (MOU) স্বাক্ষর করেছে কোম্পানি দুটি।
সম্প্রতি রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এক অনুষ্ঠানে এ চুক্তি স্বাক্ষর হয়। এই উদ্যোগ দেশের টেলিযোগাযোগ ব্যবস্থায় পরিবর্তন আনবে। তাদের প্রথম পদক্ষেপ হবে নেটওয়ার্ক শেয়ারিংয়ের বিষয়ে প্রযুক্তিগত ও আর্থিক সম্ভাব্যতা যাচাই করা। প্রয়োজনীয় নীতিগত পরিবর্তন ও নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন পাওয়ার পর নেটওয়ার্ক অবকাঠামোর যৌথ ব্যবহার শুরু হবে।
উল্লেখ্য, রবি আজিয়াটা লিমিটেড দেশের শেয়ার বাজারে টেলিকমিউনিকেশন খাতের তালিকাভুক্ত কোম্পানি।