দেশের শেয়ারবাজারের তালিকাভুক্ত বহুজাতিক ২ জায়ান্ট কোম্পানির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে আজ। কোম্পানি ২ টি শেয়ার বাজারের ব্লুচিপ শেয়ারের তালিকায় অন্যতম।কোম্পানি ২ টি হলো -টেলিযোগাযোগ খাতের তালিকাভুক্ত কোম্পানি গ্রামীণফোন লিমিটেড ও সিমেন্ট খাতের লাফার্জ হোলসিম বাংলাদেশ লিমিটেড।
গত ২ বছর যাবৎ গ্রামীণ ফোন অন্তর্বর্তীকালীন লভ্যাংশ (ইনটেরিম) দিচ্ছেনা,পাশাপাশি লাফার্জ হোলসিম গত অর্থবছরের প্রতি প্রান্তিকে ইনটেরিম দিলেও ডলার সংকটের কারণে ইনটেরিম দিচ্ছেনা ,দেখা যাক এই বছর কোম্পানি ২ টি চলতি ২০২৪ হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের উপরে ভিত্তি করে ইনটেরিম লভ্যাংশ দেয় কিনা।
টেলিযোগাযোগ খাতের তালিকাভুক্ত কোম্পানি গ্রামীণফোন লিমিটেডের বেলা ৩টায় ও সিমেন্ট খাতের লাফার্জ হোলসিম বাংলাদেশ লিমিটেডের পর্ষদ সভা সন্ধ্যা সাড়ে ৬টায় লাফার্জ অনুষ্ঠিত হবে।সভায় চলতি ২০২৪ হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হবে।
গ্রামীণফোনের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২৪ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৯.৯১ টাকা, যেখানে এর আগের হিসাব বছরের একই সময়ে ইপিএস ছিল ৫.৭৭ টাকা। এ বছরের ৩১ মার্চ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৫৯.৩০ টাকা।
সর্বশেষ সমাপ্ত ২০২৩ হিসাব বছরে গ্রামীণফোন বিনিয়োগকারীদের জন্য ১২৫ শতাংশ চূড়ান্ত নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।
লাফার্জ হোলসিমের চলতি ২০২৪ হিসাব বছরের প্রথম প্রান্তিকে সমন্বিত ইপিএস হয়েছে ১.৪০ টাকা, যেখানে এর আগের হিসাব বছরের একই সময়ে ইপিএস ছিল ১.৬৪ টাকা। এ বছরের ৩১ মার্চ শেষে কোম্পানিটির সমন্বিত এনএভিপিএস দাঁড়িয়েছে ২০.৫৩ টাকা।
সমাপ্ত ২০২৩ হিসাব বছরে লাফার্জ হোলসিম বাংলাদেশ বিনিয়োগকারীদের জন্য ৫০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।
আজকের পর্ষদ সভায় চলতি ২০২৪ হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করে যদি অন্তর্বর্তীকালীন লভ্যাংশ (ইনটেরিম)ঘোষণা আসে তাহলে হয়তোবা কোম্পানিটি ২ টি বাজার মুভমেন্টে বিশেষ ভূমিকা রাখত।
কোম্পানিটি ২ টির কোন চমক থাকবে কিনা তা দেখতে অপেক্ষা করতে হবে আজ রাত পর্যন্ত।