চলতি বছরে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ দিন ৩০ নভেম্বর ২০২৪। এ সময়ের মধ্যে কেউ রিটার্ন জমা দিতে না পারলে আয়কর আইন অনুযায়ী তাকে জরিমানা ও সুদ পরিশোধ করতে হবে।
যদিও গত বছর জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) রিটার্ন দাখিলের সময় দুই মাস বাড়িয়েছিল। এ বছরও কি সময় বাড়ানো হতে পারে? এমন প্রশ্ন অনেকের। তবে এ প্রশ্নে কোনো স্পষ্ট আভাস দেয়নি এনবিআর।
কর সেবা মাস উপলক্ষে এনবিআর সম্মেলন কক্ষে রোববার প্রেস ব্রিফিংয়ে এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান বলেছেন, সময় বৃদ্ধি নিয়ে আমরা এখনও ভাবিনি। আমরা দেখি কী পরিমাণ রিটার্ন জমা হয়। যেহেতু জুলাই-আগস্টে গণঅভ্যুত্থানের সময় আমরা স্বাভাবিক কাজকর্ম থেকে বিরত ছিলাম, একটু তো বিঘ্ন ঘটেছে।
তিনি জানান, সময় বাড়ানো নিয়ে এনবিআর নীতিনির্ধারকদের সঙ্গে আলোচনা করবে। তারা যদি রাজি হন, সময় বাড়লেও বাড়তে পারে। তবে সেটা আগাম বলার কোনো সুযোগ নেই।
Author
-
'ঢাকা শেয়ার বাজার ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'ঢাকা শেয়ার বাজার ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।