দেশের শেয়ার বাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের জায়ান্ট কোম্পানি স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি (SQURPHARMA) চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকের (জুলাই ২০২৪–সেপ্টেম্বর ২০২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
আজ ১৪ নভেম্বর ২০২৪, অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।
আরও পড়ুন…
তালিকাভুক্ত হওয়ার পরে স্কয়ার ফার্মার সর্বোচ্চ লভ্যাংশ ঘোষণা
প্রথম প্রান্তিকে (জুলাই’২০২৪–সেপ্টেম্বর’২০২৪) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (Consolidate EPS) হয়েছে ৬.৮৭ টাকা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ৬.৭৭ টাকা। গত প্রান্তিকে আগের চেয়ে মুনাফা বেড়েছে ১০ পয়সা ।আলোচিত প্রান্তিকে কোম্পানিটির ক্যাশফ্লো ছিল ৩.৮৯ টাকা , যা গত বছর একই সময়ে ছিল ৯.৫৪ টাকা।
গত ৩০সেপ্টেম্বর ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৪৯.৭৬ টাকা।
Author
-
'ঢাকা শেয়ার বাজার ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'ঢাকা শেয়ার বাজার ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।