ঢাকা শেয়ার বাজার

৫ ফেব্রুয়ারি ২০২৫ বুধবার ২২ মাঘ ১৪৩১

রমজানকে কেন্দ্র করে খেজুর আমদানিতে শুল্ক-কর ছাড়, কমবে দাম

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “ঢাকা শেয়ার বাজার ডট কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  facebook.com/dhakasharebazar2024

আসন্ন রমজানকে কেন্দ্র করে খেজুর আমদানিতে শুল্ক-কর কমিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। খেজুর আমদানিতে আগে সর্বমোট ৬৩.৬০ শতাংশ শুল্ক-কর ছিলো। এখন তা কমিয়ে ৩৮.৭০ শতাংশ নির্ধারণ করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রজ্ঞাপনে বলা হয়, খেজুরের আমদানি শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশ করা হয়েছে। অগ্রিম আয়কর ১০ শতাংশ থেকে ৩ শতাংশে নামিয়ে আনা হয়েছে এবং ৫ শতাংশ আগাম কর সম্পূর্ণ প্রত্যাহার করা হয়েছে।

এর আগে শুল্ক-কর কমাতে এনবিআরকে চিঠি দিয়েছিল বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন।

এনবিআর বলছে, খেজুর আমদানিতে বিদ্যমান শুল্ক-কর কমনোর কারণে মানভেদে প্রতি কেজি খেজুরের আমদানি ব্যয় প্রায় ৬০ টাকা থেকে ১০০ টাকা পর্যন্ত কমতে পারে।

এতে বাজারে খেজুরের আমদানি বৃদ্ধির পাশাপাশি সরবরাহ বাড়বে। খেজুরের দামও সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে থাকবে।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।