ঢাকা শেয়ার বাজার

৫ ফেব্রুয়ারি ২০২৫ বুধবার ২২ মাঘ ১৪৩১

ছেলের সঙ্গে ‘কৃষ ৪’ হতে যাচ্ছে পরিচালক রাকেশের শেষ সিনেমা

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “ঢাকা শেয়ার বাজার ডট কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  facebook.com/dhakasharebazar2024

ছেলের সঙ্গে ‘কৃষ ৪’ হতে যাচ্ছে পরিচালক রাকেশের শেষ সিনেমা। ক্যারিয়ারে নায়ক হিসেবে তিনি যেমন ছিলেন আকর্ষণীয় পুরুষ, তেমনি পরিচালক হিসেবেও জমকালো সব সিনেমা উপহার দিয়েছেন রাকেশ রোশন। ‘করণ-অর্জুন’ থেকে ‘কাহো না পেয়ার হ্যায়’ কিংবা হালের ‘কৃষ’, চলচ্চিত্র নির্মাণে অসাধারণ দক্ষতা দেখিয়েছেন রাকেশ।

তবে এবার পরিচালনাতে ইতি টানতে চলেছেন বলিউডের এই প্রভাবশালী নির্মাতা। আর ছেলের সঙ্গে ‘কৃষ ৪’ হতে যাচ্ছে তার সিনেমা, এমনটাই জানালেন বর্ণাঢ্য রাকেশ রোশন।

সম্প্রতি বলিউড হাঙ্গামার সঙ্গে এক সাক্ষাৎকারে রাকেশ রোশন জানালেন, ‘কৃষ ৪’ হবে তার শেষ সিনেমা। এর পর প্রযোজকের দায়িত্বে থাকলেও, তিনি আর পরিচালনা করবেন না। রাকেশ রোশন বলেছেন, ‘আমি আর পরিচালনায় থাকছি না। তবে প্রযোজনায় থেকে নতুন নতুন সিনেমা তৈরি করব।’

রাকেশ রোশন আরও বলেন, ‘তবে এটা বলতে পারি, ‘কৃষ ফোর’ সিনেমা তৈরি করবোই। হয়তো একা নয়, আমার সঙ্গে অন্য পরিচালক থাকবে। তবে নিশ্চিত ‘কৃষ ফোর’ তৈরি হবেই।’

অনেকে সমালোচনা করে বলেন বাবা রাকেশ রোশনের সিনেমায় অভিনয় করলেই হৃত্বিকের কপালে সুপারহিট তকমা জোটে। বাবার কারণেই নাকি ক্যারিয়ারে সাফল্যের চূড়ায় পৌঁছানো সহজ হয়েছে। তবে কথাগুলো একেবারে ফেলে দেওয়ার মতোও নয়। কারণ, হৃত্বিকের সফল সিনেমাগুলোর দিকে নজর দিলে তা স্পষ্ট।

রাকেশ রোশনের পরিচালিত সিনেমা ‘কহো না প্যার হ্যায়’, ‘কোই মিল গয়া’, ‘কৃষ’-ই সবচেয়ে বেশি হিট। শোনা যাচ্ছে ‘কৃষ ফোর’ তৈরির দায়িত্ব নিজেই কাঁধে তুলে নিয়েছেন হৃত্বিক। তবে পরিচালনা নয়, সেটি সিনেমা তৈরির জন্য পরিচালক খুঁজতে।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।