ঢাকা শেয়ার বাজার

৫ ফেব্রুয়ারি ২০২৫ বুধবার ২২ মাঘ ১৪৩১

আখাউড়া দিয়ে মাছ রপ্তানি ভারতে

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “ঢাকা শেয়ার বাজার ডট কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  facebook.com/dhakasharebazar2024

আজ মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকাল থেকেই ভারতে মাছ রপ্তানি শুরু হয়েছে, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে । ভারতীয়দের অনুরোধের প্রেক্ষিতে অন্য সময়ের তুলনায় এবার একটু আগভাগেই মাছ পাঠানো শুরু হয় এই স্থলবন্দর দিয়ে বাংলাদেশ।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, আমদানি-রপ্তানি নিয়ে ভারতের ব্যবসায়ীদের একটি সভা আছে। ওই সভা থেকে বাংলাদেশকে কিছু বার্তা দেওয়া হতে পারে।
সে কারণে আজ যেন তাড়াতাড়ি মাছ পাঠানো হয়, সেই অনুরোধ করেছেন ভারতীয় ব্যবসায়ীরা।

বাংলাদেশি ব্যবসায়ীরা বলছেন, সেভেন সিস্টার্স খ্যাত ভারতের সাতটি রাজ্যে বাংলাদেশের মাছের ব্যাপক চাহিদা রয়েছে। ফলে হঠাৎ করে তারা মাছ আমদানি বন্ধ করবে না।

এদিকে বাংলাদেশ থেকে মাছ নিলেও ওপারে বাংলাদেশিদের জন্য হোটেল পরিসেবা বন্ধ করে দেওয়া হয়েছে।

গতকাল সোমবার ত্রিপুরার হোটেল মালিকদের এক সভা থেকে এ সিদ্ধান্ত নিয়ে বিজ্ঞপ্তি দেওয়া হয়। এর আগে আইএলএস নামে একটি হাসপাতাল বাংলাদেশিদের চিকিৎসাসেবা দেবে না বলেও ঘোষণা দেয়।

উল্লেখ্য, চিন্ময় দাস গ্রেপ্তার ইস্যুতে দুই দেশের মধ্যে সম্পর্কের অবনতি চলছে। বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ তুলে ভারতের ত্রিপুরাসহ বিভিন্নস্থানে নিয়মিত বিক্ষোভ হচ্ছে।

ভারতীয় পতাকা অবমাননার অভিযোগ তুলে সেদেশে বাংলাদেশি পতাকা পুড়িয়ে দেওয়া হয়। সর্বশেষ সোমবার ত্রিপুরাস্থ বাংলাদেশ সহকারী হাই কমিশনারের আগরতলার কার্যালয়ে হামালা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় ভারতের পক্ষ থেকে অবশ্য দুঃখ প্রকাশ করা হয়।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।