ঢাকা শেয়ার বাজার

৫ ফেব্রুয়ারি ২০২৫ বুধবার ২২ মাঘ ১৪৩১

হোয়াটসঅ্যাপে গ্রুপ খুলে বিনিয়োগকারীদের সঙ্গে প্রতারণায় একটি দল

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “ঢাকা শেয়ার বাজার ডট কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  facebook.com/dhakasharebazar2024

হোয়াটসঅ্যাপে গ্রুপ খুলে বিনিয়োগকারীদের সঙ্গে প্রতারণায় নেমেছে একটি দল। গত কয়েকমাস যাবত দেশের শেয়ারবাজারের ব্রোকারেজ হাউস লঙ্কাবাংলা সিকিউরিটিজ লিমিটেডের নামে সামাজিক যোগাযোগমাধ্যম হোয়াটসঅ্যাপে গ্রুপ খুলে বিনিয়োগকারীদের সঙ্গে প্রতারণায় নেমেছে তারা ।

জানা গেছে, এরই মধ্যে তারা নিশ্চিত মুনাফার প্রলোভন দেখিয়ে দেশ-বিদেশের শেয়ারবাজারে বিনিয়োগের জন্য বিনিয়োগকারীদের কাছ থেকে বিভিন্ন অঙ্কের অর্থ সংগ্রহ করছে। বিষয়টি নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে বিভ্রান্তি দেখা দিয়েছে।

সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা যায়, জয়ন্ত ঘোষ ও জারা বেগম নামের দুটি আইডি থেকে জয়ন্ত ঘোষ ক্লাব ও সি-১ লঙ্কাবাংলা সিকিউরিটিজ নামে হোয়াটস অ্যাপে দুটি গ্রুপ খুলে বিনিয়োগকারীদের কাছ থেকে বিভিন্ন অংকের অর্থ সংগ্রহ করা হচ্ছে। জয়ন্ত ঘোষ নিজেকে লঙ্কাবাংলা সিকিউরিটিজের অংশীদার দাবি করে এ কাজে লিপ্ত হয়েছেন। এসব হোয়াটসঅ্যাপ গ্রুপে ভারতের বিভিন্ন স্টক এক্সচেঞ্জের মাধ্যমে প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিও শেয়ারে বিনিয়োগের পাশাপাশি দেশের বাজারে লাভজনক বিনিয়োগের জন্য বিনিয়োগকারীদের প্রলুব্ধ করা হচ্ছে।

লঙ্কাবাংলা সিকিউরিটিজ এ বিষয়ে এরই মধ্যে মতিঝিল থানায় সাধারণ ডায়েরি করেছে । পাশাপাশি শীর্ষ ব্রোকারেজ হাউসটির পক্ষ থেকে প্রতারণার বিষয়টি পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনসহ (বিএসইসি) শেয়ারবাজার–সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থাকে অবহিত করা হয়েছে।

মতিঝিল থানায় করা জিডিতে বলা হয়, হোয়াটসঅ্যাপ গ্রুপে উল্লেখিত দুই ব্যক্তি লঙ্কাবাংলা সিকিউরিটিজের নাম ও লোগো ব্যবহার করে পুঁজিবাজার নিয়ে বিভিন্ন ধরনের গুজব ও বিভ্রান্তি ছড়াচ্ছেন। এ কারণে সাইবার নিরাপত্তা আইনের আলোকে হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোর অ্যাডমিনদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশের সহায়তা চাওয়া হয়।

লঙ্কাবাংলা সিকিউরিটিজের প্রধান নির্বাহী কর্মকর্তা খন্দকার শাফফাত রেজা  বলেন, ‘কয়েকজন ব্যক্তি আমাদের প্রতিষ্ঠানের নাম ও লোগো ব্যবহার করে বিনিয়োগকারীদের কাছ থেকে অর্থ সংগ্রহ করছেন। অনেকে এরই মধ্যে প্রলোভনে পড়ে অর্থও জমা দিয়েছেন। কিন্তু আমরা হোয়াটসঅ্যাপে কোনো ধরনের বিনিয়োগ সুবিধা দিই না। আমাদের নিজস্ব বিনিয়োগকারীদের জন্য সুনির্দিষ্ট অনলাইন প্ল্যাটফর্ম রয়েছে।

তাই প্রতারণার এই বিষয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সব পক্ষকে অবহিত করেছি। পাশাপাশি সাধারণ বিনিয়োগকারীরা যাতে এই ধরনের প্রতারণায় পড়ে আর্থিক লেনদেন না করেন, সে জন্য আমাদের পক্ষ থেকে সেই আহ্বানও জানানো হয়েছে।

যদি কেউ ঝুঁকি ছাড়াই উচ্চ লাভের নিশ্চয়তা দেয়, তবে সতর্ক থাকুন।দেশে অস্বাভাবিক ভাবে প্রতারক বেড়ে গেছে ,সাবধান হোন। দ্রুত ধনী হওয়ার যেকোনো স্কিম থেকে দূরে থাকুন, কারণ এসব সাধারণত সত্য হয় না।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।