সোনালী ব্যাংকে একদিনে বিভিন্ন পদে প্রায় ২ হাজার ২০০ কর্মকর্তাকে কর্মকর্তাকে পদোন্নতি দেয়া হয়েছে। এর ফলে ব্যাংকটির প্রায় ১২ শতাংশ কর্মকর্তা একসঙ্গে পদোন্নতি পেলেন।
গতকাল সোমবার (২৩ ডিসেম্বর) ব্যাংকটি সহকারী মহাব্যবস্থাপক, সিনিয়র প্রিন্সিপাল অফিসার, প্রিন্সিপাল অফিসার, সিনিয়র অফিসার ও অফিসার পদে পদোন্নতি প্রদান করে।
এ ব্যাপারে সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শওকত আলী খান জানান, দীর্ঘদিন পদোন্নতিতে একটি জটলা ছিল। এ জন্য নিয়মের মধ্যে এই পদোন্নতি দেয়া হয়েছে। এতে ব্যাংকের কর্মকর্তারা কাজের প্রতি আরও উৎসাহী হবেন। ব্যাংকে কর্মকর্তাদের মধ্যে কর্মচাঞ্চল্য বাড়বে।
উল্লেখ্য, সোনালী ব্যাংকের সব মিলিয়ে প্রায় ১৮ হাজার কর্মকর্তা রয়েছে। কিছুদিন আগে ব্যাংকটির মহাব্যবস্থাপক ও উপ-মহাব্যবস্থাপক পদে পদোন্নতি দেয়া হয়।
সরকার পরিবর্তনের পর নতুন ব্যবস্থাপনা পরিচালক দায়িত্ব নেয়ার পর দীর্ঘদিন বন্ধ থাকা পদোন্নতির পাশাপাশি কিছু নিয়মিত পদোন্নতির উদ্যোগ নেয়া হয়। এর ধারাবাহিকতায় এসব পদে পদোন্নতি দেয়া হয়।
Author
-
'ঢাকা শেয়ার বাজার ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'ঢাকা শেয়ার বাজার ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।