শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্র খাতের কোম্পানি রহিম টেক্সটাইল মিলস লিমিটেড (RAHIMTEXT)এর চলতি অর্থবছরের ২য় প্রান্তিকের (অক্টোবর ২০২৪-ডিসেম্বর’২০২৪) ও (জুলাই ২০২৪-ডিসেম্বর ২০২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
১৪ জানুয়ারি অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।
২য় প্রান্তিকে কোম্পানিটি, গত ৩ মাসে (অক্টোবর ২০২৪-ডিসেম্বর ২০২৪ শেয়ার প্রতি আয় হয়েছে ০.২৮ টাকা। গত অর্থবছরের একই সময়ে ৩ মাসে শেয়ার প্রতি আয় ছিল ০.১৩ টাকা। গত ৩ মাসে কোম্পানিটির আয় আগের চেয়ে ১১৫ শতাংশ বেড়েছে।
অপরদিকে ৬ মাসে (জুলাই ২০২৪-ডিসেম্বর ২০২৪) ২ প্রান্তিক মিলে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ০.৪৯ টাকা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ০.২৫ টাকা। গত ৬ মাসে কোম্পানিটি আয় আগের সময়ের চেয়ে ৯৬ শতাংশ বেড়েছে।
গত ৩১শে ডিসেম্বর তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নেট অপারেটিং নগদ প্রবাহ (NOCFPS) হয়েছে ১১.৮১ টাকা, যা আগের বছরে ছিল (৯.৩২) টাকা এবং কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদমূল্য (NAVPS) হয়েছে ২৫.৩২ টাকা। যা আগের বছর শেয়ার প্রতি সম্পদমূল্য ছিল ২৪.৮২ টাকা।