দেশের অন্যতম রিটেইল চেইনশপ মিনা বাজারকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সিগারেট বিক্রি করায়।
ভুক্তভোগী একজনের অভিযোগের ভিত্তিতে গতকাল রোববার (১৯ জানুয়ারি) সকালে ভোক্তা অধিদপ্তরের উপপরিচালক রিনা বেগম শুনানি শেষে মিনা বাজারকে জরিমানা করেন।
এদিন শুনানিতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক রিনা বেগম উভয় পক্ষের বক্তব্য শোনার পাশাপাশি নথি-পত্র যাচাই করেন। এতে অভিযোগ প্রমাণিত হওয়ায় মিনা বাজারকে ২ হাজার টাকা জরিমানার আদেশ দেন তিনি। শুনানির সময় অভিযোগকারী ও মিনা বাজারের একজন প্রতিনিধি ছাড়াও তাদের পক্ষে একজন আইনজীবী উপস্থিত ছিলেন।
সম্প্রতি সুপারশপ ‘স্বপ্ন’র একটি আউটলেটে অভিযান পরিচালনা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ওই অভিযানে ব্রিটিশ-আমেরিকান টোব্যাকো বাংলাদেশের (বিএটি) উৎপাদিত সিগারেট প্যাকেটে মুদ্রিত সর্বোচ্চ খুচরা মূল্যের চেয়ে অনেকটা বেশি দামে বিক্রি হতে দেখা যায়। পরে স্বপ্ন’র ওই আউটলেট কর্তৃপক্ষ বেশি দামে সিগারেট বিক্রির অভিযোগ স্বীকার করায় তাৎক্ষণিক ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
পরবর্তীতে এক শুনানিতে স্বপ্ন ও ব্রিটিশ অ্যামেরিকান টোব্যাকোকে ২৫ হাজার টাকা করে জরিমানা পরিশোধের আদেশ দেয় ভোক্তা অধিদপ্তর। এছাড়া অপর একটি অভিযোগের পরিপ্রেক্ষিতে ভোক্তা অধিকার অধিদপ্তরের উপপরিচালক মো. আবাদুস সালাম (মেট্রো-৪) স্বপ্ন সুপার শপকে ১০ হাজার টাকা জরিমানা করেন
Author
-
'ঢাকা শেয়ার বাজার ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'ঢাকা শেয়ার বাজার ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।