মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার দায়িত্ব নেয়ার পর যুক্তরাষ্টের লুইজিয়ানার আর্জেন্ট এলএনজি সঙ্গে বাংলাদেশ সরকার এলএনজি আমদানির একটি বড় ধরনের অনানুষ্ঠানিক চুক্তি সই করেছে।
এই চুক্তির আওতায় বাংলাদেশ বছরে ৫ মিলিয়ন মেট্রিক টন পর্যন্ত তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কিনতে পারবে বলে কোম্পানিটি শুক্রবার (২৪ জানুয়ারি) এক বিবৃতিতে জানিয়েছে।
চুক্তি অনুসারে, পোর্ট ফোরশনের আর্জেন্ট এলএনজি প্রকল্পটি সম্পন্ন হলে এর কার্গোগুলো বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত কোম্পানি পেট্রোবাংলার কাছে বিক্রি করা হতে পারে।
বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটির নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বলেছেন, এই চুক্তি বাংলাদেশের ক্রমবর্ধমান শিল্পখাতের জন্য নির্ভরযোগ্য জ্বালানি সরবরাহ নিশ্চিত করার পাশাপাশি যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের কৌশলগত অংশীদারিত্বকে আরো দৃঢ় করবে।
দীর্ঘমেয়াদি জ্বালানি চাহিদা মেটানোর সমাধান খোঁজার অংশ হিসেবে এলএনজির ব্যবহার বাড়ানোর চেষ্টা করছে বাংলাদেশ।
তবে ২০২২ সালে রাশিয়ার ইউক্রেন আক্রমণের ফলে এলএনজির দাম বেড়ে যাওয়ায় বাংলাদেশকে তুলনামূলকভাবে সস্তা কয়লা ব্যবহারে ফিরে যেতে হয়।