শেয়ার বাজারে তালিকাভুক্ত এসিআই লিমিটেডের (ACI) ৩ উদ্যোক্তা পরিচালক চলতি জানুয়ারি মাসে রেকর্ড পরিমাণ শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন।
চলতি জানুয়ারি মাসে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এর মাধ্যমে ৩ উদ্যোক্তা পরিচালক শেয়ার কেনার এ ঘোষণা দেন।
এসিআইয়ের ব্যবস্থাপনা পরিচালক আরিফ দৌলা চলতি মাসের ৯ জানুয়ারি বাজার থেকে কোম্পানিটির ৬ লাখ শেয়ার কেনার ঘোষণা দেন। গত ২০ জানুয়ারি তিনি এ শেয়ার কেনা সম্পন্ন করেন।
কোম্পানিটির পরিচালক সুস্মিতা আনিস গত ১৫ জানুয়ারি বাজার থেকে এসিআইয়ের ১৫ লাখ ১৫ হাজার শেয়ার কেনার ঘোষণা দেন । এরই মধ্যে তিনি এই শেয়ার কেনা সম্পন্ন করেছেন বলে জানিয়েছেন।
কোম্পানির চেয়ারম্যান আনিস উদ দৌলা আজ নতুন করে ১৬ লাখ শেয়ার কেনার ঘোষণা দেন। আগমী ৩০ দিনের মধ্যে শেয়ারবাজার থেকে এই শেয়ার কিনবেন। সাধারণ মার্কেটের বদলে ব্লক মার্কেট থেকে এই শেয়ার কিনবেন তিনি।
ফলে চলতি মাসে সব মিলিয়ে কোম্পানিটির তিন পরিচালক সম্মিলিতভাবে কোম্পানিটির ৩৭ লাখ ১৫ হাজার শেয়ার কিনছেন বাজার থেকে। কোম্পানিটির শেয়ারের আজকের বাজারমূল্যে যার দাম দাঁড়ায় প্রায় ৫৪ কোটি ৮৩ লাখ ৩৪ হাজার টাকা।
Author
-
'ঢাকা শেয়ার বাজার ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'ঢাকা শেয়ার বাজার ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।