ঢাকা শেয়ার বাজার

৫ ফেব্রুয়ারি ২০২৫ বুধবার ২২ মাঘ ১৪৩১

কর্মবিরতিতে কমলাপুর রেলস্টেশনের ক্ষতির হালচাল

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “ঢাকা শেয়ার বাজার ডট কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  facebook.com/dhakasharebazar2024

আবারও শুরু হয়েছে ট্রেন চলাচল, দাবি পূরণের আশ্বাসে রেলওয়ের রানিং স্টাফদের কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণায় সারা দেশে।

তবে গত ২৪ ঘণ্টারও বেশি সময় ট্রেন বন্ধ থাকায় ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনের লোকসান হয়েছে ১ কোটি ২০ লাখ টাকা।

আজ বুধবার (২৯ জানুয়ারি) এ তথ্য জানিয়েছেন কমলাপুর রেলওয়ে স্টেশনের ম্যানেজার সাহাদাত হোসেন।

তিনি জানান, কর্মবিরতি প্রত্যাহার করায় আবারও ট্রেন চলাচল শুরু হয়েছে। তবে একদিন ট্রেন বন্ধ থাকায় কমলাপুর রেলওয়ে স্টেশনের লোকসান হয়েছে ১ কোটি ১৫-২০ লাখ টাকা।

এর আগে, ভোর সাড়ে ৬টায় রাজশাহীগামী ট্রেন ধূমকেতু এক্সপ্রেসের যাত্রার মধ্য দিয়ে সচল হয় কমলাপুর স্টেশনের ট্রেনের চাকা। এরপর কমলাপুর থেকে দেশের বিভিন্ন গন্তব্যের উদ্দেশে ছেড়ে গেছে সব ট্রেন।

ঢাকার মতো সারা দেশের প্রতিটি স্টেশন থেকেই গন্তব্যের উদ্দেশে যাত্রা করেছে সব ট্রেন। সারাদিন পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চলের সব ট্রেন চলাচল করবে বলে জানিয়েছেন রেল কর্মকর্তারা।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।