দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত ভ্রমণ ও অবকাশ খাতের কোম্পানি বেস্ট হোল্ডিংস লিমিটেডের (BESTHLDNG) গত বছরের অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে তাদের ব্যবসা খারাপ হয়েছে। কেন গত প্রান্তিকে তাদের মুনাফা কমেছে সে বিষয়ে কোম্পানিটি ব্যাখ্যা দিয়েছে।
এয়ারপোর্রাট সংলগ্ন রাজধানীর লে মেরিডিয়ান হোটেলের মালিকানা প্রতিষ্ঠান বেস্ট হোল্ডিংস জানিয়েছে, রাজনৈতিক অস্থিরতায় গত বছরের (অক্টোবর-ডিসেম্বর) প্রান্তিকে তাদের ব্যবসা খারাপ হয়েছে। এ কারণে আগের বছরের একই সময়ের তুলনায় গত অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে হোটেলটির মুনাফা কমেছে ৩২ কোটি ৪১ লাখ টাকা। গতকাল কোম্পানিটি উল্লেখিত প্রান্তিকের আর্থিক প্রতিবেদনের যে তথ্য প্রকাশ করেছে, তাতে মুনাফা কমে যাওয়ার এ তথ্য জানানো হয়েছে।
কোম্পানিটি জানিয়েছে, গত বছরের অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে কোম্পানিটি শেয়ারপ্রতি সমন্বিত মুনাফা করেছে ১০ পয়সা। তাতে এই তিন মাসে কোম্পানিটির মুনাফা দাঁড়ায় ১০ কোটি ৫৯ লাখ টাকায়। ২০২৩ সালের একই সময়ে কোম্পানিটির মুনাফা ছিল প্রায় সাড়ে ৪৩ কোটি টাকা। তাতে শেয়ারপ্রতি মুনাফার পরিমাণ ছিল ৪১ পয়সা। সেই হিসাবে এক বছরের ব্যবধানে কোম্পানিটির মুনাফা কমেছে ৩২ কোটি ৪১ লাখ টাকা বা ৭৬ শতাংশ।
কোম্পানিটির মুনাফা কমে যাওয়ার কারণ হিসেবে গত বছরের জুলাই আন্দোলন-পরবর্তী রাজনৈতিক অস্থিরতাকে প্রধান কারণ হিসেবে উল্লেখ করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) মাধ্যমে গতকাল বৃহস্পতিবার শেয়ারধারীদের আর্থিক প্রতিবেদনের এই তথ্য জানিয়েছে। এর আগে গত বুধবার কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় এই প্রতিবেদন অনুমোদন করা হয়।
উল্লেখ্য, বেস্ট হোল্ডিংস কোম্পানির আর্থিক প্রতিবেদন অনুযায়ী, গত বছরের (জুলাই-সেপ্টেম্বর) ১ম প্রান্তিকে কোম্পানিটির মুনাফা ছিল ১ কোটি টাকা। সেই হিসাবে পরের প্রান্তিকে অর্থাৎ (অক্টোবর-ডিসেম্বর) ২য় প্রান্তিকে এসে মুনাফা কিছুটা বেড়ে ১০ কোটি ৫৯ লাখ টাকায় উন্নীত হয়েছে।
৩১ ডিসেম্বর ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো (NOCFPS) ছিল ০.৫৫ টাকা। কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (NAVPS) হয়েছে ৫৩.৩৬ টাকা।
বেস্ট হোল্ডিংসের শেয়ারের দাম বর্তমানে তালিকাভুক্ত হওয়ার পরে সবচেয়ে কম দামে আছে, গত ১ বছরে কোম্পানিটির সবচেয়ে কম দাম ১৭ টাকা এবং সবচেয়ে বেশি দাম উঠেছিল ৪৬.৫০ টাকা।
বেস্ট হোল্ডিংস কোম্পানির পরিচয়
বেস্ট হোল্ডিংস মূলত পরিচিত পাঁচ তারকা হোটেল লে মেরিডিয়ান ঢাকার স্বত্বাধিকারী হিসেবে। তবে এ কোম্পানির মালিকানায় আরও কয়েকটি প্রকল্পের বাস্তবায়ন কাজ চলছে। এগুলো হচ্ছে-এলএম রেসিডেন্স বসুন্ধরা, ম্যারিয়ট ভালুকা, ম্যারিয়ট কমার্শিয়াল কমপ্লেক্স, লাক্সারি কালেকশন ভালুকা, লাক্সারি ভিলা ভালুকা এবং ধামশুর ইকোনোমিক জোন।
এর বাইরে কৃষি খাতেও বিনিয়োগ রয়েছে কোম্পানিটির। কোম্পানিটি নোয়াখালী ও ভালুকায় পোল্ট্রি, ডেইরি, ফিশারিজ, লাইভস্টক খামার পরিচালনা করছে।
বেস্ট হোল্ডিংসের দুটি সহযোগী প্রতিষ্ঠান রয়েছে এগুলো হচ্ছে- আইকনএক্স হোটেলস লিমিটেড ও ধামশুর ইকোনমিক জোন লিমিটেড। দুটি কোম্পানিরই ৫১ শতাংশ করে শেয়ার ধারণ করছে বেস্ট হোল্ডিংস।
বেস্ট হোল্ডিংস লিমিটেডের যাত্রা শুরু হয় ২০০৬ সালে। কোম্পানিটি ২০০৯ সালে বাণিজ্যিক কার্যক্রম শুরু করে। লে মেরিডিয়ান হোটেল দিয়ে কোম্পানিটির ব্যবসা শুরু হয়। পরবর্তীতে অন্যান্য প্রকল্প খাতে ব্যবসা সম্প্রসারিত হয়েছে।
বেস্ট হোল্ডিংস কোম্পানিটি দেশের শেয়ারবাজারে ২০২৪ সালে তালিকাভুক্ত হয়। কোম্পানিটির অনুমোদিত মূলধন ১,৫০০ কোটি ও পরিশোধিত মূলধন ১০৫৯ কোটি ২৩ লাখ টাকা। রিজার্ভে রয়েছে ৪৬৩ কোটি ৭৩ লাখ টাকা। কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ১০৫ কোটি ৯২ লাখ ৩০ হাজার ৩৬৫। এর মধ্যে ৬৫.৩৪ শতাংশ উদ্যোক্তা পরিচালক, ২০.৩৮ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, ও বাকি ১৪.২৮ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে।