তাজা ফল আমদানিতে বর্ধিত ভ্যাট এবং অতিরিক্ত শুল্ক প্রত্যাহার না হওয়ায় আজ মঙ্গলবার ও আগামীকাল বুধবার এই দুইদিন চট্টগ্রাম বন্দর থেকে ফল খালাস বন্ধ রেখেছেন আমদানিকারকেরা।
চট্টগ্রাম বন্দরের পাশাপাশি দেশের সব স্থলবন্দর দিয়েও এই দুইদিন আমদানি করা ফল খালাস বন্ধ রাখা হয়েছে।
বাংলাদেশ ফ্রেশ ফ্রুটস ইমপোর্টার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে দেশব্যাপী এই কর্মসূচি দেওয়া হয়েছে। সংগঠনের সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম ফল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মুহাম্মদ তৌহিদুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
মুহাম্মদ তৌহিদুল আলম জানান, তাজা ফল আমদানিতে বর্ধিত ভ্যাট এবং অতিরিক্ত শুল্ক প্রত্যাহারের দাবিতে জাতীয় রাজস্ব বোর্ডে স্মারকলিপি দেওয়া হয়েছে। এ দাবিতে ঢাকায় মানববন্ধন করা হয়েছে। এর পরও এই বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি সরকার। তাই বর্ধিত ভ্যাট এবং অতিরিক্ত শুল্ক প্রত্যাহার না হওয়ায় ৪ ও ৫ ফেব্রুয়ারি চট্টগ্রাম বন্দরসহ দেশের সব স্থলবন্দরের তাজা ফল খালাস বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর পর আগামী ১৩ ফেব্রুয়ারির মধ্যে আমাদের দাবি পূরণ করা না হলে ১৪ ফেব্রুয়ারি থেকে অনির্দিষ্টকালের জন্য ফল খালাস বন্ধ রাখা হবে।
পাইকারি ব্যবসায়ীরা বলছে, খালাস বন্ধ থাকায় চট্টগ্রাম ফলমন্ডিতে সরবরাহ কমেছে। ভ্যাট ও অতিরিক্ত শুল্কের কারণে দাম বেড়ে যাওয়ায় এখন ভোক্তারা খাওয়া কমিয়ে দিয়েছে। এতে খুচরা বাজারে চাহিদা কমেছে। তাই পাইকারি বাজারে আগে দৈনিক যে দোকানে পাঁচ লাখ টাকার ফল বিক্রি হত, সেখানে বিক্রি এখন ৫০ হাজারে নেমে এসেছে।
Author
-
'ঢাকা শেয়ার বাজার ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'ঢাকা শেয়ার বাজার ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।