প্রাইম ব্যাংক পিএলসির গ্রাহকেরা হুন্দাই গাড়ি কেনার ক্ষেত্রে বিশেষ ছাড় পাবেন।বাংলাদেশে হুন্দাই গাড়ির অনুমোদিত প্রস্তুতকারক ও পরিবেশক হলো ফেয়ার টেকনোলজিলিমিটেড। তারা প্রাইম ব্যাংকের গ্রাহকদের ছাড় দেওয়ার ব্যাপারে সম্প্রতি একটি চুক্তি করেছে।
এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে প্রাইম ব্যাংক এ তথ্য গণমাধ্যমকে জানিয়েছে। এতে বলা হয়, ঢাকায় প্রাইম ব্যাংকের করপোরেট কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের মধ্যে চুক্তিটি সই হয়। চুক্তি অনুযায়ী, প্রাইম ব্যাংকের গ্রাহকেরা বাংলাদেশে হুন্দাই গাড়ি ক্রয়ে বিশেষ ছাড় উপভোগ করবেন। গ্রাহকদের আরও উন্নত সেবা ও প্রিমিয়াম লাইফস্টাইল সুবিধাপ্রদানে নেওয়া এ উদ্যোগ প্রাইম ব্যাংকের প্রতিশ্রুতির প্রতিফলন।
প্রাইম ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (এসইভিপি) ও হেড অব ব্রাঞ্চডিস্ট্রিবিউশন মামুর আহমেদ এবং ফেয়ার গ্রুপের হেড অব ট্রেজারি মো. জাহিদুল কবীর নিজনিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রাইম ব্যাংকেরএক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (ইভিপি) ও হেড অব কার্ডস অ্যান্ড রিটেইল অ্যাসেটজোয়ার্দার তানভীর ফয়সাল এবং ফেয়ার গ্রুপের হেড অব মার্কেটিং জে এম তসলিমকবীরসহ উভয় প্রতিষ্ঠানের অন্য জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।