পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেডের(POWERGRID) চলতি অর্থবছরের ৩য় প্রান্তিকের (জানুয়ারী ২০২৪ – মার্চ ২০২৪) ও(জুলাই ২০২৩ – মার্চ ২০২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
২৫ ই এপ্রিল ২০২৪ অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে এই প্রতিবেদনপর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়েছে।
৩য় প্রান্তিকে কোম্পানিটি গত ৩ মাসে (জানুয়ারী ২০২৪- মার্চ ২০২৪) শেয়ার প্রতি আয় ডাইলুটেড (EPS) হয়েছে ২.৩৭ টাকা। গত অর্থবছরের একই সময়ে ৩ মাসে শেয়ার প্রতি লোকসান (EPS) ছিল (০.৫৬)টাকা।
অপরদিকে ৯ মাসে (জুলাই ২০২৩– মার্চ ২০২৪) কোম্পানিটির শেয়ার প্রতিআয় (EPS) হয়েছে ১.৬৮ টাকা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতিলোকসান (EPS) ছিল(৩.৬৩)টাকা।
গত ৩১ শে মার্চ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নেট অপারেটিং নগদপ্রবাহ(NOCFPS) হয়েছে ১২.৬১ টাকা যা আগের বছরে ছিল ১৩.৬৫ টাকাএবং শেয়ার প্রতিনিটসম্পদ মূল্য (NAVPS) হয়েছে ১৭৩.৫০ টাকা। যা আগের বছরে ছিল ১৪০.৪৭টাকা।
Author
-
'ঢাকা শেয়ার বাজার ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'ঢাকা শেয়ার বাজার ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।