দেশের বাজারে সয়াবিন তেল এবং পামওয়েলের দাম কমানো হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ। তিনি জানান, আজ রবিবার ১১ই জুন ২০২৩, থেকেই নতুন এই দাম কার্যকর হবে বলেও জানান তিনি।
দ্রব্যমূল্য ও বাজার পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত টাস্কফোর্সের সপ্তম বৈঠক শেষে বাণিজ্য সচিব জানান, প্রতি লিটার সয়াবিনের দাম কমছে ১০ টাকা আর পামওয়েলের দাম কমছে ২ টাকা। এর ফলে খোলা সয়াবিন প্রতি লিটার বিক্রি হবে প্রতি ১৬৭ টাকা, আর বোতলজাতের দাম হবে লিটার প্রতি ১৮৯ টাকা। এছাড়াও পামওয়েলের দাম এখন হবে লিটার প্রতি ১৬৫ টাকা।
ঈদের আগে তেলের দাম আরও কমানোর চেষ্টা করা হবে বলেও উল্লেখ করেন তিনি।
বৈঠকে বাণিজ্য বলেন, নিত্যপণ্যের মধ্যে পেঁয়াজের দাম কমেছে। কৃষকের স্বার্থের কথা চিন্তা করেই পেঁয়াজ আমদানি করা হয়েছে। ৫ লাখ টন পেঁয়াজ আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। এখন পর্যন্ত দেশে এসেছে ১৫ হাজার টন পেঁয়াজ।
চীন থেকে আদা আসা বন্ধ হওয়া বাজারে পণ্যটির দাম বেড়ে গেছে উল্লেখ করে তিনি বলেন, ‘এখন মিয়ানমার থেকে আদা আনা হবে, চেষ্টা করা হচ্ছে চাহিদা অনুপাতে নিয়ে আসার।’ মিয়ানমার থেকে আনার পর আদার দামও ঈদের আগে কমে আসবে বলে জানান বাণিজ্য সচিব।
চিনির দাম প্রসঙ্গে তিনি বলেন, ‘চিনির দাম এখন যা আছে তাই থাকবে। আর বাড়বে না।’
Author
-
'ঢাকা শেয়ার বাজার ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'ঢাকা শেয়ার বাজার ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।