ঢাকা শেয়ার বাজার

৫ ফেব্রুয়ারি ২০২৫ বুধবার ২২ মাঘ ১৪৩১

ইতালি প্রবাসীদের নতুন রেকর্ড রেমিট্যান্সে

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “ঢাকা শেয়ার বাজার ডট কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  facebook.com/dhakasharebazar2024

ইউরোপের দেশ ইতালি এবার দেশে রেমিট্যান্স পাঠিয়ে আগের সব রেকর্ড ভেঙে দিয়েছে । ২০২৪ সালে ১ হাজার ৩০০ মিলিয়নেরও বেশি ইউরো পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। যা ২০২৩ সালের তুলনায় প্রায় দেড়শ মিলিয়ন বেশি।

দেশের অগ্রযাত্রায় এ ধারা অব্যাহত থাকবে বলে আশাবাদ করে রেমিট্যান্স যোদ্ধারা।

প্রবাসী বাংলাদেশি ও সংশ্লিষ্টরা বলছেন, রেমিট্যান্সের প্রবাহ ২০২৩ সালের তুলনায় গত বছর অনেক বেড়েছে। আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে।

চলতি বছর রেমিট্যান্স প্রবাহ আরও বাড়বে বলে তারা আশাবাদী।

প্রায় দুই লাখের বেশি বাংলাদেশির বসবাস ইতালিতে। অবৈধ প্রায় ৬০ হাজার। বৈধতার সমস্যার পাশাপাশি রয়েছে পাসপোর্ট হাতে না পাওয়ার যন্ত্রণাও। বৈধ অনুমতি পত্র না থাকার পরও এসব বাংলাদেশিরা কোনো না কোনো কাজ করে রেমিট্যান্স পাঠিয়ে দেশকে সমৃদ্ধ করে চলেছেন।

২০২৪ সালে বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রবাসী বাংলাদেশিরা দেশে রেমিট্যান্স পাঠিয়েছেন মোট ২ হাজার ৬৮৮ কোটি ৯১ লাখ মার্কিন ডলার। যা ২০২৩ সালের তুলনায় ৪৯৭ কোটি ২০ লাখ ডলার বা ২২.৬৮ শতাংশ বেশি।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।