শেয়ার বাজারে তালিকাভুক্ত এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন পিএলসি(EPGL)প্রথম প্রান্তিকের (জুলাই ‘২৪ – সেপ্টেম্বর, ২৪ ) শেষ হওয়া প্রথম ত্রৈমাসিকের (কিউ ১ ) সময়ের জন্য কোম্পানির অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
কোম্পানির গত ১ম প্রান্তিকে (জুলাই ২৪ – সেপ্টেম্বর ২৪) লোকসান (ইপিএস) হয়েছে (১.৮৫ )টাকা, যা গতবছর ১ম প্রান্তিকে আয় (ইপিএস) ছিল ০.০৫ টাকা।
গত ৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে কোম্পানির নেট অপারেটিং ক্যাস প্রবাহ ছিল ২২ পয়সা, যা গত বছর ছিল ১ পয়সা। কোম্পানির নেট সম্পদ মূল্য হয়েছে ২৩.৬৪ টাকা ।